leadT1ad

হাসিনা-ঘনিষ্ঠদের পাঁচ ব্যাংক একীভূতকরণ: তিনটি রাজি, দুটি সময় চাইছে

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক এই সিদ্ধান্তে সম্মত হয়েছে। তবে এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূতকরণের বদলে সময় ও নতুন পুঁজি পেলে ঘুরে দাঁড়ানোর সুযোগ চেয়েছে।

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

স্ট্রিম গ্রাফিক

পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষে তিনটি ব্যাংক একীভূত হতে রাজি হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক এই সিদ্ধান্তে সম্মত হয়েছে। তবে এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূতকরণের বদলে সময় ও নতুন পুঁজি পেলে ঘুরে দাঁড়ানোর সুযোগ চেয়েছে।

এই পাঁচ ব্যাংকের মধ্যে চারটিই ছিল আওয়ামী সরকার-ঘনিষ্ঠ আর্থিক খাতে ব্যাপক সমালোচিত ব্যক্তি এস আলমের মালিকানায়। আর এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ঘনিষ্ঠ নজরুল ইসলাম মজুমদার।

বাংলাদেশ ব্যাংক তাদের নথিপত্রে দেখিয়েছে যে এই ব্যাংকগুলোর আর্থিক সূচকগুলো অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। গ্রাহকরা তাদের টাকা তুলতে না পারায় পুরো ব্যাংকিং খাতে নেতিবাচক প্রভাব পড়ছে। কেন্দ্রীয় ব্যাংক জোর দিয়ে বলেছে যে একীভূত হওয়া ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই।

পাঁচটি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ও খেলাপি ঋণের পরিমাণ ২ লাখ ৮৬ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংকগুলোকে একীভূত করতে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের পরিকল্পনা করা হয়েছে। সরকারের সম্মতি পেলেই এই প্রক্রিয়া শুরু হবে।

চলতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এই পাঁচ ব্যাংকের শুনানি হয়। এর মধ্যে বৃহস্পতিবার গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। বুধবার শুনানী হয় ইউনিয়ন ও এক্সিম ব্যাংকের। মঙ্গলবার শুনানি হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গভর্নর আহসান এইচ মনসুর, চার ডেপুটি গভর্নর ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এস আলম গ্রুপের কাছে আটকা টাকা

গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন জানান, তাঁর ব্যাংকের মোট ঋণ ১৪ হাজার কোটি টাকার মধ্যে ১২ হাজার কোটি টাকাই এস আলম গ্রুপ নিয়েছে, যা এখন পুরোপুরি খেলাপি। এসব ঋণের বিপরীতে জামানত আছে ২৫ শতাংশেরও কম।

সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম সাদিকুল ইসলাম বলেন, তাঁর ব্যাংক থেকে এস আলম গ্রুপ ছয় হাজার কোটি টাকা নিয়েছে।

ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ দাবি করেন, তাঁর ব্যাংক থেকে এস আলম ২৮ হাজার কোটি টাকা নিয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, তাঁর ব্যাংক থেকে এস আলম গ্রুপ বেনামে ৩৮ হাজার কোটি টাকা নিয়েছে। মোট পাঁচ ব্যাংকে এস আলম গ্রুপের আটকা পড়া টাকার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ২৮ হাজার কোটি টাকা।

ব্যাংকগুলোর অবস্থান

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত মেনে নিয়েছে। এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক সময় ও পুঁজি চেয়েছে।

সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান বলেন, 'নতুন মূলধন পেলে দুই বছরে মুনাফা এবং সাত-আট বছরে সব ঘাটতি পূরণ সম্ভব।'

এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, 'আমরা একটি রোডম্যাপ উপস্থাপন করেছি। বাংলাদেশ ব্যাংক আমাদের আরও স্পষ্ট ও বিস্তারিতভাবে তা উপস্থাপন করতে বলেছে।'

Ad 300x250

সম্পর্কিত