.png)

স্ট্রিম ডেস্ক

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় ৪৯ তম স্থানে রয়েছেন। সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তিনি এই তালিকায় স্থান পেয়েছেন। আর বিশ্বের শীর্ষ শতকোটির তালিকায় তার অবস্থান ৩০০০ তম।
গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মার্কিন সাময়িকী ফোর্বস সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা প্রকাশ করেছে।
ফোর্বসের হিসাব অনুসারে, আজিজ খানের সম্পদের পরিমাণ ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। আজকের মুদ্রা বিনিময় হিসাবে যা ১৩ হাজার ৩৪৭ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার টাকা। ২০২৪ সালে একই পরিমাণ সম্পদ ছিল তার। তবে ২০২৩ সালে ফোর্বসের হিসাবে তার সম্পদের পরিমাণ ছিল ১ বিলিয়ন মার্কিন ডলার (১২ হাজার ১৬০ কোটি ৮৫ লাখ টাকা)।
ফোর্বস বলছে, বাংলাদেশে জন্ম নেওয়া ৭০ বছর বয়সী আজিজ খান সিঙ্গাপুরের স্থায়ীভাবে বসবাস করছেন। তার প্রতিষ্ঠান সামিট গ্রুপের বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও আবাসন খাতে ব্যবসা আছে। আর তার এসব ব্যবসা বাংলাদেশে আছে। আর তাঁর মেয়ে আয়েশা সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল পরিচালনা করেন। তবে সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল ২২ শতাংশ শেয়ার জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে বিক্রি করেছে।
ফোর্বসে দেওয়া তার পরিচিতিতে বলা হয়েছে, সামরিক কর্মকর্তার ছেলে আজিজ খান কনস্ট্রাকশন খাতে কাজ শুরু করেছিলেন। তিনি তিন সন্তানের বাবা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে তিনি মাস্টার্স করেছেন।
২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশের মানুষের গড় আয় ২৮২০ ডলার (৩ লাখ ৪২ হাজার ৮৮০ টাকা)। সেই হিসাবে ৩ লাখ ৯০ হাজার ৭০ জনের বেশি মানুষের এক বছরের গড় আয়ের সমান সম্পদ রয়েছে আজিজ খানের।

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় ৪৯ তম স্থানে রয়েছেন। সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তিনি এই তালিকায় স্থান পেয়েছেন। আর বিশ্বের শীর্ষ শতকোটির তালিকায় তার অবস্থান ৩০০০ তম।
গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মার্কিন সাময়িকী ফোর্বস সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা প্রকাশ করেছে।
ফোর্বসের হিসাব অনুসারে, আজিজ খানের সম্পদের পরিমাণ ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। আজকের মুদ্রা বিনিময় হিসাবে যা ১৩ হাজার ৩৪৭ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার টাকা। ২০২৪ সালে একই পরিমাণ সম্পদ ছিল তার। তবে ২০২৩ সালে ফোর্বসের হিসাবে তার সম্পদের পরিমাণ ছিল ১ বিলিয়ন মার্কিন ডলার (১২ হাজার ১৬০ কোটি ৮৫ লাখ টাকা)।
ফোর্বস বলছে, বাংলাদেশে জন্ম নেওয়া ৭০ বছর বয়সী আজিজ খান সিঙ্গাপুরের স্থায়ীভাবে বসবাস করছেন। তার প্রতিষ্ঠান সামিট গ্রুপের বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও আবাসন খাতে ব্যবসা আছে। আর তার এসব ব্যবসা বাংলাদেশে আছে। আর তাঁর মেয়ে আয়েশা সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল পরিচালনা করেন। তবে সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল ২২ শতাংশ শেয়ার জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে বিক্রি করেছে।
ফোর্বসে দেওয়া তার পরিচিতিতে বলা হয়েছে, সামরিক কর্মকর্তার ছেলে আজিজ খান কনস্ট্রাকশন খাতে কাজ শুরু করেছিলেন। তিনি তিন সন্তানের বাবা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে তিনি মাস্টার্স করেছেন।
২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশের মানুষের গড় আয় ২৮২০ ডলার (৩ লাখ ৪২ হাজার ৮৮০ টাকা)। সেই হিসাবে ৩ লাখ ৯০ হাজার ৭০ জনের বেশি মানুষের এক বছরের গড় আয়ের সমান সম্পদ রয়েছে আজিজ খানের।
.png)

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে লুটপাটের শিকার পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নড়বড়ে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করে একীভূত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২ ঘণ্টা আগে
দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমেনি। খাদ্যপণ্যের দাম সামান্য হ্রাস পেলেও খাদ্যবহির্ভূত পণ্যের দাম বাড়তে থাকায় দ্রব্যমূল্যের চাপ এখনো রয়ে গেছে।
৩ ঘণ্টা আগে
চলতি বছরের অক্টোবরে প্রবাসী আয় বা রেমিট্যান্স আগের মাসের (সেপ্টেম্বর) তুলনায় কিছুটা কমেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।
৩ দিন আগে
প্রায় এক বছর পর দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রবণতার ইঙ্গিত মিলছে। টানা স্থবিরতার পর পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলা বেড়েছে ১০ দশমিক ৮২ শতাংশ। খাদ্যপণ্যের পাশাপাশি মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানিতেও ঋণপত্র খোলা বেড়েছে উল্লেখযোগ্য হারে।
৪ দিন আগে