
.png)

পাহাড় জুড়ে নিস্তব্ধতা, এখনও শোক সন্তপ্ত মা হাতি

বিশ্ব হাতি দিবসে স্ট্রিমে অধ্যাপক এম এ আজিজের মুখে আমরা যে গোলাপী হাতি দেখার অভিজ্ঞতা শুনেছিলাম, রাঙামাটির কাপ্তাইয়ে দেখা যাওয়া দেশের একমাত্র গোলাপী হাতি শাবকটি মারা গেছে। বন বিভাগের ধারণা, খাড়া পাহাড় থেকে পা পিছলে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে যায় হাতি শাবকটি। আহত অবস্থায় পরে হ্রদে ডুবেই মৃত্যু হয় তার।

খাড়া পাহাড় থেকে পা পিঁছলে কাপ্তাই হৃদের পানিতে পড়ে যায় হাতি শাবক। আহত হয়ে পানিতে ডুবে যায় শাবকটি। আর উঠতে পারেনি। পরে মৃত অবস্থায় ভেসে উঠে। শাবকের এই মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না মা হাতিটি। দুদিন ধরেই মৃত শাবকের পাশে অপেক্ষা করছে মা হাতি।

গোলাপী হাতির কথা শুনেছেন? বিরল গোলাপী হাতির খোঁজে গিয়ে রাঙামাটির কাপ্তাই লেক এলাকায় কীভাবে বিপদজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন শিক্ষক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ এম এ আজিজ! বিশ্ব হাতি দিবসে রোমাঞ্চকর সে গল্প শুনুন স্ট্রিমে।

গত বিশ বছরে হাতি-মানুষের লড়াই চলছে। হাতির আক্রমণে পাহাড়ি ও বাঙালি উভয়ে আক্রান্ত হচ্ছে। গত বিশ বছরে সত্তরের অধিক মানুষের মৃত্যু হয়েছে।

ভারত সীমান্তঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী গারো পাহাড়ে বন্য হাতির এক দিনে পৃথক আক্রমণে দুই ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের দরবেশতলা এলাকা ও সাড়ে ১০টার দিকে গজনী চৌরাস্তা এলাকায় পৃথক ঘটনায় তাঁরা মারা যান।