ভূতের গলিতে কিংবা ডলু নদীর তীরে শহীদুল জহিরকে দেখি
আজ ১১ সেপ্টেম্বর বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী গল্পকার শহীদুল জহিরের জন্মদিন। পূর্ণিমা রাতে শহীদুল জহিরকে মিস করা ছাড়া আপনার উপায় নাই। লক্ষ্মীবাজারে কিংবা দক্ষিণ মৈশুন্ডিতে এখনও ডুমুরখেকো কিছু মানুষ আপনারই মতো থাকে অনন্ত অপেক্ষায়।