বিল ক্যাম্পবেল: ফুটবল কোচ থেকে সিলিকন ভ্যালির ‘দ্য ট্রিলিয়ন ডলার কোচ’
স্টিভ জবস, ল্যারি পেইজ, কিংবা জেফ বেজোস—সবাই যার কাছ থেকে পরামর্শ নিতেন, তাঁর নাম বিল ক্যাম্পবেল। ফুটবল মাঠের কোচ থেকে সিলিকন ভ্যালির ‘দ্য ট্রিলিয়ন ডলার কোচ’হয়েছিলেন তিনি। কিন্তু বিল কীভাবে হয়ে উঠেছিলেন ট্রিলিয়ন ডলারের টেক সাম্রাজ্যের মেন্টর?