আবরারের মৃত্যুর মতো ভয়ংকর ঘটনার পুনরাবৃত্তি রোধে রাজনীতির প্যারাডাইম বদলাতে হবে: চরমোনাই পীর
রেজাউল করিম বলেছেন, ‘আবরার ফাহাদের হত্যাকাণ্ড আমাদের ভয়ংকর রাজনীতির এক কালো অধ্যায়। ভারতীয় আধিপত্যবাদ কত নগ্ন ও নির্মমভাবে আমাদের ওপরে চেপে বসেছিল, তার নৃশংস দৃষ্টান্ত এটা। একইসঙ্গে দেশে রাজনীতির নামে যে নীতিহীন স্বার্থবাদের প্যারাডাইম তৈরি হয়েছিল, তারও একটি উদাহারণ।