জোর করে চুল কাটা: ‘মানবসেবা’র আড়ালে যেভাবে চলছে ভিউয়ের ব্যবসা
রাজধানীর সদরঘাটে ফল বিক্রি করেন লিটন সাধু। ত্বরিকাপন্থী এ ব্যবসায়ী বহু বছর ধরে লম্বা চুল–দাড়ি, হাতে রুপার বালা আর সাধু বেশে পরিচিত। কিন্তু সম্প্রতি তাঁর জীবনযাত্রায় নেমে আসে অস্বস্তি। ‘মানব কল্যাণ’–এর নামে কয়েক তরুণ জোর করে তাঁর সাধনার চুল কেটে দেয়। আপত্তি জানালেও রেহাই পাননি লিটন। পুরো ঘটনা ভিডিও ক