৪০ বছরের ভিটা থেকে উচ্ছেদের পর বাঁশঝাড়ে রাত কাটাচ্ছে পাঁচ কোল পরিবার
উচ্ছেদের শিকার পরিবারগুলো একজন রুমালী হাসদা বলছেন, একতরফা রায়ে তাদের উচ্ছেদ করেছেন আদালত। উচ্ছেদের জন্য তাদের কোনো নোটিশও দেওয়া হয়নি। বাড়ির জিনিসপত্র কিছুই সরানো যায়নি। রান্না করা খাবারও বের করতে পারেননি। সবই মাটির দেয়ালের নিচে চাপা পড়ে নষ্ট ও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুদিন ধরে তারা খাওয়া-দাওয়া ভুলে গেছেন