বেহাল দশায় ঢামেক-ঢাবি-শিল্পকলা-বিএমইউয়ের শৌচাগার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। গেটের সামনে যেতেই নাকে আসে উৎকট গন্ধ। ওই গন্ধের ভেতর এগিয়ে গিয়ে মর্গের পাশে পাওয়া গেল টয়লেট। টয়লেটের সামনে ভিড় করে আছেন কয়েকজন নারী-পুরুষ। এখানে তিনটি টয়লেট থাকলেও বন্ধ রয়েছে একটি। ফলে জরুরি হলেও সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষদের।