ধর্ষককে বিয়ে? ‘না’ বলে যে নারী বদলে দিয়েছিলেন আইন
পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের অস্তিত্ব না থাকলে হয়তো অনেক কিছুর পরিবর্তন অসম্পূর্ণ থেকে যেত কিংবা পরিবর্তন হলেও আমাদের পিছিয়ে পড়তে হতো আরও অনেক বছর। তেমনই একজন ইতালিয়ান নাগরিক ফ্রাঙ্কা ভিয়োলা। ফ্রাঙ্কা তাঁর কিশোরী বয়সে পরিবর্তন এনেছিলেন এমন এক আইনে যা নারীদের জন্য ছিল মুক্তির এক নতুন দরজা।