আন্দামানের আকাশে তাকিয়ে এখনো কুমিল্লাকে খোঁজেন হিমাংশু বণিক
চারদিকে নীল জল, মাঝখানে সবুজে মোড়া দ্বীপ ভারতের আন্দামানে বাস করেন হিমাংশু বণিক। দেশভাগ, উদ্বাস্তু জীবন, তারপর আন্দামান। দেশভাগের পর পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে, তারপর কীভাবে বাঙালিরা আন্দামানে গেলেন?