নিষিদ্ধ পলিথিন ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান, জব্দ সাড়ে ৩ টন পলিথিন
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে দেশব্যাপী একযোগে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ রোববার (৯ নভেম্বর) বগুড়া, নারায়ণগঞ্জ এবং ঢাকার চকবাজার, টিকাটুলি ও শ্যামলী এলাকায় পরিচালিত এসব অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ, শব্দদূষণ এবং বায়ুদূষণের দায়ে মোট ৪ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।