কেন কানে বাজে ‘নভেম্বর রেইন’
আজ নভেম্বরের প্রথম দিন। অনেক দিন পর ঢাকায় আজ দীর্ঘ, টানা বৃষ্টি নেমেছে। নভেম্বরে বৃষ্টি নামলে অনেকের মনে আসে ‘নভেম্বর রেইন’ শব্দযুগল। ফেসবুকে ঢুঁ মারতেই দেখা যায় কেউ গানটির ভিডিও শেয়ার দিচ্ছে, কেউ আবার লিরিক। নভেম্বরের বৃষ্টিতে কেন কানে বাজে ‘নভেম্বর রেইন’?