ফেলে আসা কিছু ফ্রেম: নদীর নাম গড়াই
আজ বিশ্ব আলোকচিত্র দিবস। আলোকচিত্রে চেনা কিছুকেও নতুন রূপে চেনা যায়। তরুণ ফটোগ্রাফার জীবন মালাকার গড়াই নদীকে ফ্রেমে ধরেছেন ভিন্ন দৃষ্টিতে। কুষ্টিয়া শহরের পাশ দিয়ে বয়ে চলা এই নদী কীভাবে তাঁর ফ্রেমে উঠে এল, তা লেখা থেকে জানা যাবে। সঙ্গে থাকছে তাঁর তোলা গড়াই নদীর ১০টি ছবি।