জুলাই আন্দোলনে শেখ হাসিনার কার্টুন এঁকে আলোচিত হয়েছিলেন যিনি। জুলাই আন্দোলনে শেখ হাসিনার কার্টুন এঁকে আলোচিত হয়েছিলেন জাহিদ জামিল। 'এই জানোয়ারকে হটাইতে হবে' শিরোনামে এই কার্টুনটি কেন ও কীভাবে আঁকা হল, ঢাকা স্ট্রিমে কার্টুনিস্ট এর মুখেই শুনুন সেই গল্প।