আজ কেউ গাধা ডাকলে রাগ করবেন না
সকালবেলা চায়ের দোকানে বসে রিপা তাঁর বন্ধু সৌভিকের অপেক্ষা করছিলো। দেরি হওয়ায় বিরক্তি বাড়ছিল তাঁর। ফোন করে সৌভিককে বললো ‘কিরে গাধা, তোর কোনো টাইম সেন্স নাই?’ পাশেই ছিল মালিহা। বললো, ‘আজ তো গাধা দিবস তাই গাধাটা দেরি করছে।’ আজ ৮ মে। বিশ্ব গাধা দিবস।