সমুদ্রে গতির ঝড় তোলা পাখি মাছ ধরা জালে, ৮০ কেজির দাম ২৫ হাজার টাকা
কুয়াকাটায় বঙ্গোপসাগরে ধরা পড়া পাখি মাছটির পিঠে জুড়ে ( প্রায় মাথা থেকে লেজ পর্যন্ত) পাখনা থাকে। দেখতে অনেকটা নৌকার পালের মতো বলে একে সেইল (পাল) ফিশ বলা হয়। উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় তেমন একটা দাম ওঠে না। মাছটি ৩১২ টাকা কেজি ধরে ২৫ হাজার টাকায় বিক্রি করেন জেলে জসিম মোল্লা।