‘মাস্ত কালান্দার’: কে লিখেছিলেন, কেন লিখেছিলেন, কীভাবে জনপ্রিয় হলো
কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের শেষ গান হিসেবে এসেছে জনপ্রিয় সুফিগান ‘মাস্ত কালান্দার’। বছরের পর বছর ধরে ‘মাস্ত কালান্দার’-এর অজস্র সংস্করণ তৈরি হয়েছে। এখানে প্রশ্ন আসতে পারে, কে লিখেছিলেন? কেন লিখেছিলেন? লাল শাহবাজ কালান্দর কে? কীভাবে উপমহাদেশে জনপ্রিয় হয়ে উঠল?