.png)

আজ বিশ্ব বাঁশ দিবস। পান্ডা বাঁশ খায়, মানুষও খায়; তবে মেটাফোরিকালি। অনেকের মতে, বিশ্ব রাজনীতি চলে আসলে বাশ-সান্ডা তত্ত্ব অনুযায়ী। এই তত্ত্ব আমাদেরকে জানায়, বিশ্ব রাজনীতিতে, পান্ডা কেন বাঁশ খায় আর কফিল কেন সান্ডা খায়।

গতকাল থেকে ফেসবুক খুললেই মনে হচ্ছে আমরা এক ডিজিটাল চিড়িয়াখানায় ঢুকে পড়েছি। এই চিড়িয়াখানার সেলিব্রেটির নাম ‘সান্ডা’। ভিডিও, রিলস, স্ট্যাটাস - সবখানেই সান্ডা আর সান্ডা! শুধু কি সান্ডা? ওর পেছনে ছুটছে ‘কফিলের ছোট ছেলে’। কেউ আবার রান্না করছে সান্ডার বিরিয়ানি। কিন্তু অনেকেই বুঝতে পারছেন না সান্ডা কী