এন্ড্রু কিশোরের রঙিন ফানুস জীবন
"বাংলাদেশ বেতার, এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান 'অনুরোধের আসর, গানের ডালি"। আশি ও নব্বইয়ের দশকে ঠিক এই কথাটা শুনবার জন্য পুরো বাংলাদেশ জুড়ে রেডিও হাতে বসে থাকত কিশোর কিশোরী-তরুণ-তরুণী, যুবা থেকে বৃদ্ধ। কারণ, এর পরই শুরু হবে তাঁদের প্রিয় কিছু গান।