
.png)

বিশ্বের অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ মানাসলু বিজয়ী ‘তৌফিক আহমেদ তমাল’ তাঁর পরবর্তী লক্ষ্য হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং তার পার্শ্ববর্তী দুটি আট-হাজারী শৃঙ্গ লোৎসে ও মাকালু একসঙ্গে আরোহণের এক দুঃসাহসিক পরিকল্পনার কথা ঘোষণা করেন।

মাউন্ট এভারেস্টের তিব্বত এলাকায় দুর্গম পূর্ব ঢালে ভয়াবহ তুষারঝড়ে প্রায় এক হাজার মানুষ আটকা পড়েছেন। এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৯০০ মিটার (১৬ হাজার ফুট) উঁচুতে অবস্থিত। প্রবল বরফে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় শত শত গ্রামবাসী ও উদ্ধারকর্মী পথ পরিষ্কারের কাজ চালাচ্ছেন।