এনিমে ফ্যানদের কাছে অক্টোবর মানেই স্পুকি অক্টোবর। এই মাসেই হ্যালোইন বলে অক্টোবরজুড়ে হরর লিট্রেচার, মুভি, সিরিজ নিয়ে থাকে বাড়তি উৎসাহ। স্পুকি অক্টোবর উপলক্ষ্যে পপ স্ট্রিমের পাঠকদের জন্য রইলো সেরা সাত হরর এনিমের রিকমেন্ডেশন।