leadT1ad

‘হাফ প্যান্ট’ পরা ছবি নিয়ে যা বললেন তাসনিম জারা ও হাসনাত আবদুল্লাহ

ডা. তাসনিম জারা ভুয়া ছবি ছড়ানোর অভিযোগ তুলেছেন দুটি বাংলা দৈনিকের বিরুদ্ধে। রিউমার স্ক্যানার ছবিটি এআই-নির্মিত ভুয়া ছবি বলে নিশ্চিত করেছে। এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে কড়া বক্তব্য দেন।

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৭: ১৪
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ২০: ০৬
তাসনিম জারা ও হাসনাত আব্দুল্লাহ। স্ট্রিম কোলাজ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ডা. তাসনিম জারার ‘হাফ প্যান্ট’ পরা ছবি প্রকাশকে কেন্দ্র করে দুটি বাংলা দৈনিকের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ।

গতকাল (৬ জুলাই) এ বিষয়ে ডা. তাসনিম জারা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি অভিযোগ করেন, দুইটি বাংলা দৈনিক তাঁর একটি ‘হাফ প্যান্ট পরা’ ছবি প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও এআই প্রযুক্তি দিয়ে তৈরি। তিনি বলেন, ছবিটি প্রকাশ করে সম্মানহানির চেষ্টা করা হয়েছে, অথচ ছবিটির সত্যতা যাচাই করা হয়নি।

এরপর ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার নিশ্চিত করে, ছবিটি ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে।

এ ঘটনায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের উদ্দেশ্যে ফেসবুকে স্ট্যাটাস দেন। তিনি কিছু গণমাধ্যমের বিরুদ্ধে শেখ হাসিনার শাসনের পক্ষে কাজ করার অভিযোগ করেন এবং একটি নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর মালিকানাধীন মিডিয়া হাউজকে উদ্দেশ্য করে সরাসরি সমালোচনা করেন।

পরে একটি বাংলা দৈনিক তাঁর বক্তব্যকে ‘সাংবাদিকদের প্রতি হুমকি’ হিসেবে প্রকাশ করলে হাসনাত ওই পত্রিকার ফেসবুক পেজে মন্তব্য করে জানান, তাঁর বক্তব্য সব গণমাধ্যমের জন্য নয়, বরং কিছু নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর মালিকানাধীন মিডিয়া হাউজের জন্য।

হাসনাত আবদুল্লাহ ওই ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক ফাঁস করার হুমকি দিয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত