leadT1ad

গত বছরের তুলনায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে ৩.০৩ শতাংশ

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ২১: ০০
খাদ্য মূল্যস্ফীতি কমেছে। স্ট্রিম গ্রাফিক

গত বছরের জুনের তুলনায় এ বছরের জুনে খাদ্য মূল্যস্ফীতি কমেছে তিন দশমিক শূন্য তিন শতাংশ। ২০২৪ সালের জুনে পয়েন্ট টু পয়েন্ট খাদ্য মূলস্ফীতি ছিল ১০ দশমিক চার দুই শতাংশ। এ বছরের জুনে তা কমে হয়েছে সাত দশমিক তিন নয় শতাংশ।

সোমবার (৭ জুলাই) বিকেলে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, ‘খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে ৭ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।’ অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে বলেও এ পোস্টে উল্লেখ করেন তিনি।

বিবিএস প্রকাশিত মূল্যস্ফীতির হারের সারণী
বিবিএস প্রকাশিত মূল্যস্ফীতির হারের সারণী

বিবিএসের প্রকাশিত ওই প্রতিবেদনে দেখা যায় ২০২২ সাল থেকে প্রতি মাসের মে ও জুন মাসের তুলনায় চলতি বছরের মে ও জুন মাসে খাদ্য মূল্যস্ফীতির হার সবচেয়ে কম।

শুধু খাদ্য মূল্যস্ফীতি নয়, কমেছে সাধারণ মূল্যস্ফীতিও। গত বছরের জুন মাসে সাধারণ মুল্যস্ফীতি যেখানে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ, চলতি বছরের জুনে সেটি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশে।

তবে গত বছরের জুন মাসের তুলনায় চলতি বছরের জুন মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৫ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। নিজের ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, ‘খাদ্যবহির্ভুত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে।’

বিষয়:

Ad 300x250

সম্পর্কিত