leadT1ad

ফেনীতে ১৫টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ৩০ গ্রাম প্লাবিত, আবারো বন্যার আশঙ্কা

টানা দুই দিনের বৃষ্টিপাতে পানিবন্দী হয়ে পড়েছেন ফুলগাজী ও পরশুরাম উপজেলায় অন্তত ৩০টির বেশি গ্রামের হাজার হাজার পরিবার। পরশুরামের চিথলিয়া এলাকার জাকিয়া আক্তার আক্ষেপ নিয়ে বলেন, ‘গত বছরও বন্যায় সব হারিয়েছি, এবার আবারও একই পরিস্থিতি।’

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৪: ০৮
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৪: ১৬
ফেনীতে বন্যায় ৩০টি গ্রাম প্লাবিত। ছবি: সংগৃহীত

ফেনীতে গত ৪৮ ঘন্টা ধরে টানা ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে ফেনী আবহাওয়া অফিস। একই সময়ে ভারতের উজান থেকে পাহাড়ি পানি নেমে আসায় ভেঙে গেছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৫টি স্থান।

গত বছরও বন্যায় সব হারিয়েছি, এবার আবারও…

টানা দুই দিনের বৃষ্টিপাতে পানিবন্দী হয়ে পড়েছেন ফুলগাজী ও পরশুরাম উপজেলায় অন্তত ৩০টির বেশি গ্রামের হাজার হাজার পরিবার। পরশুরামের চিথলিয়া এলাকার জাকিয়া আক্তার আক্ষেপ নিয়ে বলেন, ‘গত বছরও বন্যায় সব হারিয়েছি, এবার আবারও একই পরিস্থিতি।’

বিভিন্ন এলাকায় নেই বিদ্যুৎ সংযোগ। ফেনী বিদ্যুৎ বিতরণ বিভাগ ও পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, এলাকাগুলোয় বৈদ্যুতিক মিটার ও সাব-স্টেশন প্লাবিত হয়েছে। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা আছে।

বন্যার আশঙ্কা

ফেনী আবহাওয়া অফিসে যোগাযোগ করে জানা যায়, ফেনীতে গত ৪৮ ঘন্টায় রেকর্ড করা হয়েছে ৫৩৯ মিলিমিটার বৃষ্টিপাত। ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবারও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

ফেনী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রমতে, রাত ১২টায় পরশুরাম উপজেলার মুহুরী নদীর পানির প্রবাহ ১৩ দশমিক ৯২ মিটার রেকর্ড করা হয়। এটি বিপদসীমার চেয়ে ১ দশমিক ৫৭ মিটার বেশি। মাত্র ১৫ ঘণ্টায় নদীর পানি ৬ দশমিক ৯২ মিটার বেড়েছে। দীর্ঘ সময় বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় বাঁধগুলো ভেঙেছে।

টানা দুই দিনের বৃষ্টিপাতে পানিবন্দী হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। স্ট্রিম ছবি
টানা দুই দিনের বৃষ্টিপাতে পানিবন্দী হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। স্ট্রিম ছবি

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন সতর্ক করে বলেন, ‘উজানে ভারতের ত্রিপুরায় বৃষ্টি অব্যাহত থাকলে পানির স্তর আরও বাড়তে পারে। নতুন বাঁধ ভাঙনের আশঙ্কা রয়েছে।’

মির্জানগরের রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘পাউবো কর্মকর্তাদের অবহেলায় বল্লামুখা বাঁধের প্রবেশপথ বন্ধ করা হয়নি। সময়মতো ব্যবস্থা নিলে এ বিপদ এড়ানো যেত।’

জেলা প্রশাসনের প্রস্তুতি

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘ফুলগাজী ও পরশুরামে দুর্গতদের জন্য সাড়ে ৬ লাখ টাকার খাদ্য সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। ১৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র করা হয়েছে। সেখানে এখন প্রায় ১৫০ জন মানুষ আশ্রয় নিয়েছেন।’

গত বছরের মতো এবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। স্ট্রিম ছবি
গত বছরের মতো এবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। স্ট্রিম ছবি

ফুলগাজীর ইউএনও ফাহরিয়া ইসলাম জানান, ‘আজ বুধবারে উপজেলার সব উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

পরশুরামের ইউএনও আরিফুর রহমান বলেন, ‘মাঠ পর্যায়ে সার্বক্ষণিক মনিটরিং চলছে। নতুন নতুন এলাকা প্লাবিত হলেও এখনও অনেকেই আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন না।’

বিষয়:

বন্যা
Ad 300x250

সম্পর্কিত