leadT1ad

রাজু ভাষ্কর্য সংলগ্ন উদ্যানের গেটে কেন ‘কড়া নাড়ার গান’

স্ট্রিম মাল্টিমিডিয়া
স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৫: ৫৬

কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে হকার, দোকান ও উদ্বাস্তু উচ্ছেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হকার ও দোকানিদের মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে উচ্ছেদের পর ডাকসু নেতাদের বিরুদ্ধে শ্রমজীবীরা মিছিল করে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাবির সাবেক শিক্ষার্থীদের সঙ্গে ডাকসু নেতাদের অসদাচরণের ঘটনা ঘটে। শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর কারণে ডাকসু নেতা সর্বমিত্র চাকমা বামপন্থীদের হুমকি দেন ও ছাত্রত্ব বাতিলের দাবী করেন। যার ফলশ্রুতিতে ঢাবির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ৩০ অক্টোবর রাজু ভাষ্কর্য সংলগ্ন উদ্যানের গেটে প্রতিবাদী কর্মসূচি 'কড়া নাড়ার গান' আয়োজন করেন। এই অনুষ্ঠানে অংশ নেন- অনিন্দ্য বিশ্বাস, হেমা চাকমা, তুহিন খান, তুহিন কান্তি দাস, রায়হান সোহেল, রিমঝিম, লিসান, ইলা লালাসহ আরও অনেকে।

Ad 300x250

সম্পর্কিত