leadT1ad

নাবালকের জমি কিনে শেখ হাসিনার ‘শখের বাগান’

স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৩০

২০০২ সালে শেখ হাসিনা তাঁর নির্বাচনী এলাকা রংপুর ৬-এ (পীরগঞ্জ) ২২ দরিদ্র হিন্দু জেলের কাছ থেকে নিজের ও ছেলে-মেয়ের নামে ১২৮ শতাংশ জমি কেনেন। তবে যাঁদের কাছ থেকে এ জমি কেনা হয়, তাঁদের মধ্যে তিনজন তখন ছিল নাবালক। পরবর্তীকালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে নিজেদের এই সম্পত্তিতে সরকারি প্রকল্পের টাকা খরচ করে বারি-৪ জাতের আমের বাগান গড়ে তোলেন তিনি। যা পরিচিতি পায় শেখ হাসিনার ‘শখের বাগান’ নামে। কিন্তু ২০০২ সালে দরিদ্র হিন্দু জেলেদের কাছ থেকে কীভাবে এই জমি কিনেছিলেন শেখ হাসিনা?

চলতি বছরের জুলাই মাসে শেখ হাসিনার কেনা জমির তিনটি পৃথক দলিল স্ট্রিমের হাতে আসে। তখন দলিল বিশ্লেষণ ও সরেজমিজন অনুসন্ধানে বের হয়ে আসে নেপথ্যের ঘটনা আর বিস্ফোরক সব তথ্য।

Ad 300x250

সম্পর্কিত