leadT1ad

গোলাম আযম, নিজামীকে সূর্যসন্তান দেশপ্রেমিক বলায়, হট্টগোল উত্তেজনা

স্ট্রিম মাল্টিমিডিয়া
স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় গোলাম আযম ও মতিউর রহমানকে দেশপ্রেমিক বীর সূর্যসন্তান উল্লেখ করে কলেজ শাখা ইসলামী ছাত্র শিবিরে সেক্রেটারী হাসান আল মামুনের বক্তব্য ঘিরে ব্যপক হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। রবিবার দুপুরে কলেজের শহিদ আব্দুস সাত্তার মিলনায়তনে এ ঘটনা ঘটে। শহীদ বুদ্ধিজীবী দিবসের শিবির সেক্রেটারির এ বক্তব্যকে ইতিহাস বিকৃতির প্রচেষ্টা জানিয়ে প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল নেতারা। নিন্দা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষও।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কলেজ কতৃপক্ষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি কলেজ উপাধ্যক্ষ মো. আব্দুল খালেকের উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখতে কলেজ শাখা ইসলামী ছাত্র শিবির সাধারন সম্পাদক হাসান আল মামুনকে ডাকা হয়।

বক্তব্যের শুরুতেই তিনি মহান স্বাধীনতার ঘোষক শহিদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের পরই জামায়াত নেতা গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে মহান স্বাধীনতা যুদ্ধের সূর্যসন্তান ও দেশপ্রেমিক উল্লেখ করে শ্রদ্ধা জানান। উপস্থিত ছাত্রদল নেতাকর্মী ও শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে এই দুই নেতাকে যুদ্ধাপরাধের দায়ে দন্ডপ্রাপ্ত চিহ্নিত স্বাধীনতা বিরোধী উল্লেখ করে হট্টগোল শুরু করেন।

এ সময় অনুষ্ঠান স্থালে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অন্তত ১৫ মিনিট হইচই হট্টগোলের পর শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হবার পর বাকি অনুষ্ঠান শেষ হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত