স্ট্রিম মাল্টিমিডিয়া
“আমরা যখনি বলবো যে আমরা আওয়ামী বয়ান থেকে বের হয়ে মুক্তিযুদ্ধের হিস্ট্রোগ্রাফি করতে চাই অথবা মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা করতে চাই কিংবা আমরা মুক্তিযুদ্ধে ভারতের প্রশ্ন ডিল করতে চাই; আমাদের আসলে আহমদ ছফার কাছে ফিরে যেতে হবে” স্ট্রিমকে কথাগুলো বলেছেন লেখক ও গবেষক সহুল আহমদ।
“আমরা যখনি বলবো যে আমরা আওয়ামী বয়ান থেকে বের হয়ে মুক্তিযুদ্ধের হিস্ট্রোগ্রাফি করতে চাই অথবা মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা করতে চাই কিংবা আমরা মুক্তিযুদ্ধে ভারতের প্রশ্ন ডিল করতে চাই; আমাদের আসলে আহমদ ছফার কাছে ফিরে যেতে হবে” স্ট্রিমকে কথাগুলো বলেছেন লেখক ও গবেষক সহুল আহমদ।
২০১৩ সালে রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচে সরকারি উদ্ধার বাহিনী পৌঁছানোর আগেই হাজার হাজার সাধারণ মানুষ খালি হাতে কংক্রিট সরাচ্ছিল। চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় আহতদের জন্য রক্তদান বা তাঁদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজগুলো সাধারণ ছাত্র-জনতাই করেছে।
৫ দিন আগেচব্বিশের কোটা আন্দোলনে অনেকের মতো যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবু মুজাহিদ আকাশ। ৫ আগস্ট যখন হাসিনা পতনের এক দফা দাবিতে উত্তাল দেশবাসী ঢাকায় জমায়েত করছিলেন, সেদিন সকালবেলায় সবার মতো বেরিয়েছিলেন আকাশ। কিন্তু তাঁকে মাঝরাস্তায় মারধর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে।
৯ দিন আগে