leadT1ad

৫ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে। এরপরও যদি তারা কোনো অপকর্মে লিপ্ত হয়, তাহলে কোনোভাবেই ছাড় পাবে না।

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৯: ০০
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি : বাসস

৫ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নেই এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সজাগ রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। তা ছাড়া সাংবাদিকেরাসহ সংশ্লিষ্ট সবাই যেভাবে এ বিষয়ে সহযোগিতা করে যাচ্ছেন, তাতে কোনো শঙ্কা নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে। এরপরও যদি তারা কোনো অপকর্মে লিপ্ত হয়, তাহলে কোনোভাবেই ছাড় পাবে না।

আওয়ামী লীগের অপতৎপরতার সঙ্গে সেনাবাহিনীর একজন কর্মকর্তার জড়িত থাকার অভিযোগসংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে বাহিনীর লোকই জড়িত থাকবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে এটা তদন্তের বিষয়। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা দেখেন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কী কষ্টসাধ্য। এ জন্য আপনাদের আমি অনুরোধ করব, সত্য ঘটনাটা প্রকাশ করুন। সত্য ঘটনা প্রকাশ করলে জনগণ উপকৃত হয়। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিও উন্নতি হয়।

গণমাধ্যমের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘আপনারা সত্য তুলে ধরছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। আমি সব সময়ই বলে আসছি, আপনারা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না।’

বিষয়:

Ad 300x250

সম্পর্কিত