leadT1ad

বিশ্বমানের টুর্নামেন্টের অঙ্গীকার, নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১৮: ৪৩
দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি

বিশ্বমানের একটি অন্তর্ভুক্তিমূলক ও অনুপ্রেরণাদায়ক টুর্নামেন্ট আয়োজনের অঙ্গীকারের মধ্য দিয়ে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই প্রথমবার আয়োজক হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক কাবাডি অঙ্গনকে স্বাগত জানাতে প্রস্তুত বলে জানানো হয়েছে।

আজ রোববার (১৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অংশগ্রহণকারী সকল দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে তিনি এই ট্রফি উন্মোচন করেন। ১৭ থেকে ২৪ নভেম্বর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস ঢাকায় বিশ্বকাপ আয়োজনের গুরুত্ব তুলে ধরেন ও একটি বিশ্বমানের টুর্নামেন্ট নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আগত সব দলকে স্বাগত জানান ও এই চ্যাম্পিয়নশিপকে সফল করতে কর্মরত আয়োজক, খেলোয়াড় ও অংশীদারদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সরকার সক্রিয়ভাবে নারী ক্রীড়াবিদদের এগিয়ে নিতে কাজ করছে এবং প্রতিযোগিতামূলক খেলাধুলায় তাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। নারী ক্রীড়াবিদদের সাফল্য জাতীয় গর্বের বিষয় এবং এটি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।’

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টের সব প্রস্তুতি, যেমন—লজিস্টিক্স, নিরাপত্তা ও আবাসন, দ্রুত এগিয়ে চলছে। এবারের বিশ্বকাপে স্বাগতিক বাংলাদেশসহ মোট ১১টি দেশ অংশ নিচ্ছে। দেশগুলো হলো: চীনা তাইপে, জার্মানি, ইরান, ভারত, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা এবং জানজিবার।

Ad 300x250

সম্পর্কিত