leadT1ad

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এনসিপির আলোচনাসভা

'আমাদের আল-আমিন হয়ে উঠতে হবে'

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১: ২৩
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এনসিপির আলোচনাসভা। সংগৃহীত ছবি

আজ ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন। দিনটি ঘিরে 'রাসূলুল্লাহ( সা.)-এর জীবন ও কর্ম' শিরোনামে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিত পার্টি (এনসিপি)। আলোচনায় বাংলাদেশ এবং বিশ্বকে পরিবর্তন করতে হলে রসুল (স.)-এর মতো আল-আমিন বা সত্যবাদী হওয়ার কথা বলেছেন বক্তারা।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এনসিপির নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘মানব জীবনের পরতে পরতে যতগুলো ভূমিকার প্রয়োজন পড়ে, প্রতিটি ভূমিকার বিষয়েই আল্লাহর রাসুলের জীবনে আমরা আদর্শ খুঁজে পাই। আল্লাহর রাসূলের জীবনী অল্প কথায় আমরা শেষ করতে পারি না।’

আখতার হোসেন আরও বলেন, ‘আল্লাহর রাসূলের জীবনের রাজনৈতিকতা কেমন, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তরুণ বয়সে তিনি যখন দেখেছেন, গোত্রে গোত্রে মারামারি-কাটাকাটি, তখন তিনি তাঁর বয়সী তরুণদের নিয়ে ‘হিলফুল ফুজুল’ নামে একটা সংগঠন তৈরি করলেন। সেই হিলফুল ফুজুলের মাধ্যমেই রাসুলের রাজনৈতিক জীবন শুরু বলে আমি মনে করি। যার মাধ্যমে তিনি গোত্রে গোত্রে দ্বন্দ্ব মীমাংসার উদ্যোগ নিয়েছেন। মানুষ যেন মানুষের ব্যাপারে শ্রদ্ধাশীল হয়, সে উদ্যোগ তিনি নিয়েছেন।’

আখতার আরও বলেন, ‘নবুওত পাওয়ার আগেই রাসুল সা. বিশ্বাসী বা আল-আমিন হিসাবে পরিচিতি লাভ করেছিলেন। যে কারণে মানুষ আল্লাহকে না দেখেও রাসুলকে বিশ্বাস করেছেন। তাই আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে চিন্তা করি, আমরা যদি সত্যি বাংলাদেশ এবং বিশ্বকে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের আল-আমিন হয়ে উঠতে হবে।’

Ad 300x250

আমাদের রাজনৈতিক আদর্শ ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করা: ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট

কোথায় গেল নুরাল পাগলের মরদেহের ছাই

ইউক্রেনের অভ্যন্তরে বাফার জোন পর্যবেক্ষণে নেতৃত্ব দিতে পারে যুক্তরাষ্ট্র

ফেসবুক পোস্ট ঘিরে থমথমে হাটহাজারী মাদ্রাসা: যুবক আটক, ১৪৪ ধারা জারি

ডাকসু ২০২৫: ‘অরাজনৈতিক’ প্রার্থীরা কতটা ‘অরাজনৈতিক’

সম্পর্কিত