leadT1ad

এনসিপির পদযাত্রা শুরু, বাংলামোটর থেকে যাবে শহীদ মিনার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৭: ২৭
রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয় থেকে শহীদ মিনারের উদ্দেশে পদযাত্রা শুরু হয়। ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘আগ্রাসনবিরোধী যাত্রা’ শীর্ষক পদযাত্রা শুরু করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয় থেকে শহীদ মিনারের উদ্দেশে এই পদযাত্রা শুরু হয়।

এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, তাসনীম জারা, নাসীরুদ্দীন পাটোয়ারী, হাসনাত আব্দুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত আছেন।

দলটির নেতৃবৃন্দ জানান, পদযাত্রাটি বাংলামোটর মোড় থেকে শাহবাগ, কাটাবন মোড়, নীলক্ষেত মোড় ও পলাশীর মোড় হয়ে শহীদ মিনারে পৌঁছে সমাবেশে মিলিত হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত