স্ট্রিম প্রতিবেদক
রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন। এর মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা।
সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা সমাবেশের মূলমঞ্চে উপস্থিত হন। পাশাপাশি ছাত্রদলের সাবেক শীর্ষ নেতারাও উপস্থিত হন।
সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সরেজমিনে সমাবেশ এলাকা ঘুরে দেখা গেছে, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে শুরু করে শাহবাগ মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, কাঁটাবন মোড় ও ঢাকা ক্লাব পর্যন্ত জনসমাগম পৌঁছেছে।
সমাবেশ শুরুর আগে বক্তব্য দেন ছাত্রদলের সভাপতি রাকিব। তিনি বলেন, ‘মৎস্য ভবন থেকে কাঁটাবন মোড় পর্যন্ত লাখো নেতা-কর্মী অবস্থান করছেন। এই ছাত্রদলকে কেউ রুখতে পারবে না।’
রাজধানীর শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশের কারণে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেবাপ্রত্যাশীরা দুর্ভোগে পড়েছেন। ছাত্রদলের পক্ষ থেকে সমাবেশ চলাকালে শাহবাগ থেকে কাঁটাবন মোড় পর্যন্ত সড়কটি খোলা রাখার নির্দেশনা দেওয়া ছিল। তবে সেই সড়কেও অবস্থান নিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা। সে কারণে সড়কটি দিয়ে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও সেবাপ্রত্যাশীদের চলাচল ব্যাহত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ছাত্রদলের সমাবেশ ঘিরে শাহবাগ ও আশপাশের সড়কে দলটির নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। সমাবেশের মূলমঞ্চ স্থাপন করা হয়েছে শাহবাগ মোড়ে। মূলমঞ্চ থেকে কাঁটাবন মোড় পর্যন্ত সড়কে থেমে থেমেই মিছিলও বের করা হচ্ছে।
ছাত্রদলের নির্দেশনা ছিল, শাহবাগ থেকে কাঁটাবন মোড় পর্যন্ত সড়কের ডান পাশটি ফাঁকা রেখে বাম পাশে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অবস্থান নেবেন। তবে সড়কের ডান পাশের লেন দিয়েও মিছিল নিয়ে যাচ্ছেন তাঁরা। বিচ্ছিন্নভাবে ওই সড়কেও অবস্থান করছেন নেতা-কর্মীরা।
রোববার (৩ আগস্ট) দুপুর ৩টার দিকে সমাবেশের মূল পর্ব শুরু হয়। এর আগে বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
দুপুর আড়াইটা থেকে ৩টা পর্যন্ত অপেক্ষা করে দেখা যায়, সড়কটির ডান পাশের লেন দিয়ে অন্তত চারটি অ্যাম্বুলেন্স বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে। তবে মিছিল ডিঙিয়ে অ্যাম্বুলেন্সগুলোকে থেমে থেমে হাসপাতালে যেতে হয়েছে। এ ছাড়াও হাসপাতালটিতে সেবাপ্রত্যাশী রোগী ও চিকিৎসকদের চলাচলেও ব্যাঘাত ঘটছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগে চিকিৎসা নিতে আসা কাজলী আক্তার বলেন, অনেক কষ্ট করে সিএনজি নিয়ে ঢুকতে পেরেছি, এত ভিড়! আসতে দেরি হয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, মূল মঞ্চ থেকে কাঁটাবনের ডান পাশের রাস্তাটি খালি রাখার ঘোষণা দিয়েছিলাম, আমরা এমনটা চাইনি। কিন্তু নেতা-কর্মীদের ভিড়ে সেই রাস্তাও পরিপূর্ণ হয়ে গেছে। এটি আসলে ছাত্রদলের সাংগঠনিক শক্তিকে প্রকাশ করে।
এর আগে, গতকাল শনিবার ছাত্রদলের পক্ষ থেকে সমাবেশে অবস্থানের ব্যাপারে নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়। সে সংক্রান্ত একটি ম্যাপও প্রকাশ করে ছাত্রদল। ওই ম্যাপে সমাবেশে আগত ইউনিটগুলোর অবস্থান নির্দিষ্ট করে দেওয়া হয়। অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলের জন্য এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও বারডেম হাসপাতালের প্রবেশপথগুলো উন্মুক্ত রাখার কথাও বলা হয়।
রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন। এর মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা।
সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা সমাবেশের মূলমঞ্চে উপস্থিত হন। পাশাপাশি ছাত্রদলের সাবেক শীর্ষ নেতারাও উপস্থিত হন।
সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সরেজমিনে সমাবেশ এলাকা ঘুরে দেখা গেছে, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে শুরু করে শাহবাগ মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, কাঁটাবন মোড় ও ঢাকা ক্লাব পর্যন্ত জনসমাগম পৌঁছেছে।
সমাবেশ শুরুর আগে বক্তব্য দেন ছাত্রদলের সভাপতি রাকিব। তিনি বলেন, ‘মৎস্য ভবন থেকে কাঁটাবন মোড় পর্যন্ত লাখো নেতা-কর্মী অবস্থান করছেন। এই ছাত্রদলকে কেউ রুখতে পারবে না।’
রাজধানীর শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশের কারণে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেবাপ্রত্যাশীরা দুর্ভোগে পড়েছেন। ছাত্রদলের পক্ষ থেকে সমাবেশ চলাকালে শাহবাগ থেকে কাঁটাবন মোড় পর্যন্ত সড়কটি খোলা রাখার নির্দেশনা দেওয়া ছিল। তবে সেই সড়কেও অবস্থান নিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা। সে কারণে সড়কটি দিয়ে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও সেবাপ্রত্যাশীদের চলাচল ব্যাহত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ছাত্রদলের সমাবেশ ঘিরে শাহবাগ ও আশপাশের সড়কে দলটির নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। সমাবেশের মূলমঞ্চ স্থাপন করা হয়েছে শাহবাগ মোড়ে। মূলমঞ্চ থেকে কাঁটাবন মোড় পর্যন্ত সড়কে থেমে থেমেই মিছিলও বের করা হচ্ছে।
ছাত্রদলের নির্দেশনা ছিল, শাহবাগ থেকে কাঁটাবন মোড় পর্যন্ত সড়কের ডান পাশটি ফাঁকা রেখে বাম পাশে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অবস্থান নেবেন। তবে সড়কের ডান পাশের লেন দিয়েও মিছিল নিয়ে যাচ্ছেন তাঁরা। বিচ্ছিন্নভাবে ওই সড়কেও অবস্থান করছেন নেতা-কর্মীরা।
রোববার (৩ আগস্ট) দুপুর ৩টার দিকে সমাবেশের মূল পর্ব শুরু হয়। এর আগে বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
দুপুর আড়াইটা থেকে ৩টা পর্যন্ত অপেক্ষা করে দেখা যায়, সড়কটির ডান পাশের লেন দিয়ে অন্তত চারটি অ্যাম্বুলেন্স বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে। তবে মিছিল ডিঙিয়ে অ্যাম্বুলেন্সগুলোকে থেমে থেমে হাসপাতালে যেতে হয়েছে। এ ছাড়াও হাসপাতালটিতে সেবাপ্রত্যাশী রোগী ও চিকিৎসকদের চলাচলেও ব্যাঘাত ঘটছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগে চিকিৎসা নিতে আসা কাজলী আক্তার বলেন, অনেক কষ্ট করে সিএনজি নিয়ে ঢুকতে পেরেছি, এত ভিড়! আসতে দেরি হয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, মূল মঞ্চ থেকে কাঁটাবনের ডান পাশের রাস্তাটি খালি রাখার ঘোষণা দিয়েছিলাম, আমরা এমনটা চাইনি। কিন্তু নেতা-কর্মীদের ভিড়ে সেই রাস্তাও পরিপূর্ণ হয়ে গেছে। এটি আসলে ছাত্রদলের সাংগঠনিক শক্তিকে প্রকাশ করে।
এর আগে, গতকাল শনিবার ছাত্রদলের পক্ষ থেকে সমাবেশে অবস্থানের ব্যাপারে নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়। সে সংক্রান্ত একটি ম্যাপও প্রকাশ করে ছাত্রদল। ওই ম্যাপে সমাবেশে আগত ইউনিটগুলোর অবস্থান নির্দিষ্ট করে দেওয়া হয়। অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলের জন্য এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও বারডেম হাসপাতালের প্রবেশপথগুলো উন্মুক্ত রাখার কথাও বলা হয়।
বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে এবং সেটি দৃশ্যমান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে। দেশি-বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি।’
১৪ ঘণ্টা আগেজুলাই সনদের আইনি ভিত্তি ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামীকাল বুধবার থেকে ১২ অক্টোবর পর্যন্ত কর্মসূচি দিয়েছে দলটি। একই সময়ে আরও ছয়টি রাজনৈতিক দলও বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে জামায়াত।
১৫ ঘণ্টা আগেজুলাই সনদের আইনি ভিত্তি ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজনৈতিক দলগুলোর যৌক্তিক আন্দোলনের প্রতি সরকার হতাশাজনক উদাসীনতা দেখাচ্ছে জানিয়ে দাবি আদায়ের ২য় ধাপে ১১ দিনের কর্মসূচি দিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেপ্রায় অভিন্ন দাবিতে নতুন কর্মসূচি নিয়ে আগামীকাল বুধবার থেকে আবারও মাঠে নামছে সাতটি রাজনৈতিক দল। দাবি আদায়ে গণসংযোগ ছাড়াও গোলটেবিল আলোচনা, মতবিনিময়, সেমিনার আয়োজনসহ গণমিছিল ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিয়ে মাঠে নামছে তারা।
২০ ঘণ্টা আগে