leadT1ad

এনসিপিতে চলছে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার, চলবে দুই দিন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৮: ০৯
প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: এনসিপির ফেসবুক পেজ থেকে নেওয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নিজেদের প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সাক্ষাৎকার পর্বটি আজ রোববার (২৩ নভেম্বর) শুরু হয়েছে এবং চলবে আগামীকাল পর্যন্ত।

আজ সকাল থেকে রাজধানীর শাহবাগে আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই সাক্ষাৎকারের আয়োজন করা হয়। বিভাগীয় শহরগুলোর প্রতিনিধিরা স্ব-স্ব বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন।

দলটির নির্বাচন পরিচালনা কমিটির এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা জানান, এক হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। যারা ফরম নিয়েছেন তাদের সাক্ষাৎকার আজ থেকে শুরু হয়েছে, চলবে আগামীকালও। সবকিছু যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কারা মনোনয়ন পাচ্ছে আর কারা পাচ্ছে না।

এদিকে সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ৩০০ আসনেই প্রার্থী দিতে চাই। প্রার্থী নির্বাচনে বিভাগীয় প্রতিনিধিরা সাক্ষাৎকার নিচ্ছেন। আজ ও আগামীকালের মধ্যে সাক্ষাৎকার শেষ না হলে প্রয়োজনে আরও একদিন সাক্ষাৎকার চলবে।’

এর আগে গত ৬ নভেম্বর থেকে এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়, যা শেষ হয় ২০ নভেম্বর। দলটির প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ধরা হয়েছিল ১০ হাজার টাকা। তবে জুলাইযোদ্ধা এবং স্বল্প আয়ের ব্যক্তিরা দুই হাজার টাকায় এই ফরম সংগ্রহ করেছেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত