leadT1ad

ধর্মীয় মাহফিলে ইসির অনুমতির শর্ত আরোপ ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী: মাওলানা আবদুর রব ইউসুফী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৯: ৫২
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী। সংগৃহীত ছবি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, 'নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের আগ পর্যন্ত ওয়াজ মাহফিল আয়োজনের ক্ষেত্রে অনুমতির শর্ত আরোপ করাকে আমরা ধর্মীয় কর্মকাণ্ডে হস্তক্ষেপ এবং দেশের প্রাচীন সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের ওপর চাপ হিসেবে দেখছি।'

আজ বুধবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা বলেছেন তিনি। আবদুর রব ইউসুফী বলেন, শত শত বছর ধরে ওয়াজ মাহফিল, ইজতেমা ও দোয়া মাহফিল ইত্যাদি বাংলাদেশে ধর্মীয় ও সামাজিক রীতি অনুযায়ী চলে আসছে। এই মাহফিলের মাধ্যমেই গ্রামবাংলার সাধারণ মানুষ ইসলামি জ্ঞান ও সচেতনতা লাভ করে এবং বহু মাদরাসা, এতিমখানা সারা বছরের জন্য এই সময়টাতেই কিছুটা আর্থিক সহায়তা পেয়ে থাকে।

তিনি বলেন, ‘নির্বাচনের অজুহাতে মাহফিল আয়োজনে অনুমতি নেওয়ার প্রক্রিয়া জটিল করা হলে গ্রামগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বিভ্রান্তি ছড়াবে এবং ধর্মীয় স্বাধীনতা বাধাগ্রস্ত হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, 'ধর্মীয় অনুষ্ঠান ও মাহফিলকে রাজনৈতিক কর্মসূচির সঙ্গে মিলিয়ে না দেখে ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষতা বজায় রাখুন।'

Ad 300x250

সম্পর্কিত