leadT1ad

অবাধ নির্বাচন অনুষ্ঠানে ইসি এখনো জনআস্থা অর্জন করতে পারেনি: সাইফুল হক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ২০: ৩৯
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন (ইসি) এখনো জনআস্থা অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থার প্রতি ভোটারদের আস্থা ফিরিয়ে আনাটাই এখন কমিশনের প্রধান কাজ।

আজ রোববার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচন সংক্রান্ত দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রত্যাশিত নির্বাচন করা যাবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির পাশাপাশি রাজনৈতিক দলসমূহের মধ্যে সমঝোতা গড়ে তুলতে হবে।’ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও-এর কারণে নির্বাচনে টাকার খেলা আরও বেড়ে যাবে।’

এ সময় সাইফুল হক প্রার্থীদের জামানতের পরিমাণ ও সর্বোচ্চ ব্যয়সীমা বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে তা কমিয়ে আনার আহ্বান জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘গণপ্রতিনিধিত্ব আইনের সকল অগণতান্ত্রিক ধারা ও বিধি-বিধান বাতিল করতে হবে। এছাড়া নির্বাচনে ধর্মীয় অনুভূতির ব্যবহার এবং পেশিশক্তির প্রয়োগ সম্পূর্ণ বন্ধ করতে নির্বাচন কমিশনকে দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ নিতে হবে।’

পার্টির নির্বাচন সংক্রান্ত কমিটির প্রধান আকবর খানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য সিকদার হারুন মাহমুদ, সাইফুল ইসলাম ও মীর রেজাউল আলম প্রমুখ।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত