স্ট্রিম প্রতিবেদক
জাপানের টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহাবুদ্দিন দাউদ আলীর সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সফররত নেতারা। সভায় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানা সঙ্কটসহ দুই দেশের মধ্যে বাংলাদেশ বিমানের সারাসরি ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম ও এনসিপির এশিয়া প্রতিনিধি জুবায়ের সর্দারসহ একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বিশেষভাবে বাংলাদেশ বিমানের ‘জাপান-টু-বাংলাদেশ’ সরাসরি ফ্লাইট চালু করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় এনসিপি নেতারা বলেন, ‘সরাসরি বিমান চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও সুযোগ-সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে।‘
এছাড়া জাপানে মৃত্যুবরণ করা বাংলাদেশি প্রবাসীদের মরদেহ দ্রুত ও সহজে দেশে পাঠানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। রাষ্ট্রদূত জানান, এ প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করা হয়েছে এবং তা আরও সহজতর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সেইসঙ্গে বাংলাদেশ থেকে আরও বেশি ‘শিক্ষার্থী ও দক্ষ জনশক্তি জাপানে পাঠানোর সম্ভাবনা ও করণীয়’ নিয়েও আলোচনা করেছেন এনসিপি নেতারা। একইসঙ্গে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির উপায় এবং জাপানে বাংলাদেশিদের ব্যবসায়িক কার্যক্রম সহজ করার বিষয়েও কথা বলেন তাঁরা।
আলোচনা শেষে প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
জাপানের টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহাবুদ্দিন দাউদ আলীর সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সফররত নেতারা। সভায় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানা সঙ্কটসহ দুই দেশের মধ্যে বাংলাদেশ বিমানের সারাসরি ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম ও এনসিপির এশিয়া প্রতিনিধি জুবায়ের সর্দারসহ একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বিশেষভাবে বাংলাদেশ বিমানের ‘জাপান-টু-বাংলাদেশ’ সরাসরি ফ্লাইট চালু করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় এনসিপি নেতারা বলেন, ‘সরাসরি বিমান চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও সুযোগ-সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে।‘
এছাড়া জাপানে মৃত্যুবরণ করা বাংলাদেশি প্রবাসীদের মরদেহ দ্রুত ও সহজে দেশে পাঠানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। রাষ্ট্রদূত জানান, এ প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করা হয়েছে এবং তা আরও সহজতর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সেইসঙ্গে বাংলাদেশ থেকে আরও বেশি ‘শিক্ষার্থী ও দক্ষ জনশক্তি জাপানে পাঠানোর সম্ভাবনা ও করণীয়’ নিয়েও আলোচনা করেছেন এনসিপি নেতারা। একইসঙ্গে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির উপায় এবং জাপানে বাংলাদেশিদের ব্যবসায়িক কার্যক্রম সহজ করার বিষয়েও কথা বলেন তাঁরা।
আলোচনা শেষে প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
অভিন্ন পাঁচ দাবিতে বৃহস্পতিবার থেকে আন্দোলনে নামছে জামায়াতসহ পাঁচটি ইসলামপন্থী রাজনৈতিক দল। ইতিমধ্যে তাঁরা পৃথকভাবে তিন দিনের কর্মসূচিও ঘোষণা করেছেন। রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহর ও জেলা-উপজেলায় সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করবে দলগুলো। আগামী ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ৩ দিনের এই কর্মসূচি পালন করবে দল পাঁচ
৩ ঘণ্টা আগেদীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠু ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন উপাচার্য ড. সালেহ হাসান নকীব।
১৯ ঘণ্টা আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জনগণের অংশগ্রহণ ও সমর্থন ছাড়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না। জনসমর্থন ছাড়া কিছু করা হলে তা গণতন্ত্রের মূলনীতিকে ব্যাহত করে। ’
১ দিন আগেবাস্তবায়নের জন্য আগের মতোই ‘অস্থায়ী সাংবিধানিক আদেশ’ অথবা গণভোটের প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে—গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে হবে। আর অধ্যাদেশ দিয়ে সংবিধান সংশোধনের বিরোধিতা করে আসা বিএনপির অবস্থান কিছুটা পরিবর্তন হয়েছে। দলটি এখন বলছ
১ দিন আগে