leadT1ad

নির্বাচন, জোট ও সমঝোতা—তিন ইস্যুতে আলোচনা খেলাফত মজলিসে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ২০: ০১
বক্তৃতা করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ, জামায়াত বা বিএনপির সঙ্গে জোট ও সমঝোতায় পৌঁছানো নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসের বৈঠকে।

আজ শনিবার (২৫ অক্টোবর) সকালে কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন ও বিকেলে মজলিসে শুরার জরুরি বৈঠকে এসব আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। দুটি বৈঠকই হয়েছে মতিঝিলের মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে।

উভয় অধিবেশনে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের অংশগ্রহণ প্রক্রিয়া বিষয়ে আলোচনা হয়। দলটি এককভাবে, অপরাপর ইসলামী দলের সঙ্গে আসনভিত্তিক সমঝোতার মাধ্যমে, নাকি বিএনপি নেতৃত্বাধীন জোটে থেকে নির্বাচনে অংশগ্রহণ করবে— এই তিন বিষয়ে মতামত নেওয়া হয়। মজলিসে শুরার সদস্য ও তৃণমূলের নেতারা মৌখিক ও লিখিতভাবে মতামত দেন।

এর আগে উদ্বোধনী বক্তব্যে মাওলানা মামুনুল হক তিনটি কৌশলেরই ইতিবাচক ও নেতিবাচক দিক বিশদভাবে ব্যাখ্যা করে বলেন, যেকোনো মতামত ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইসলাম, দেশ ও সংগঠনের কল্যাণকে পর্যায়ক্রমে বিবেচনায় নেবে তাঁর দল।

এ প্রসঙ্গে দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিবেশনে মামুনুল হক বলেছেন, ‘রাজনীতিতে কাউকেই চূড়ান্ত বন্ধু বা শত্রু মনে করা যায় না; বরং ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। মতামতের ভিত্তিতে যেই সিদ্ধান্তই গৃহীত হোক, সবাইকে তা মেনে নিতে হবে।’

এ সময় আসন্ন জাতীয় নির্বাচনে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন পাওয়া সংসদ সদস্য প্রার্থীদের উদ্দেশে মামুনুল হক বলেন, ‘নির্বাচনে বিজয়ী না হলেও আগামী পাঁচ বছর আপদ-বিপদে সর্বশক্তি নিয়ে সংশ্লিষ্ট এলাকার জনগণের পাশে থাকতে হবে।’

দুটি অধিবেশনে আরও বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, অভিভাবক পরিষদের সদস্য মাওলানা আকরাম আলী, নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা আলী উসমান, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা কোরবান আলী কাসেমী ও মাওলানা মাহবুবুল হক প্রমুখ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুটি অধিবেশনেই বক্তারা বলেছেন— মাওলানা মামুনুল হকের নেতৃত্বে সংগঠনের যেকোনো সিদ্ধান্তে তাঁদের পূর্ণ আস্থা ও নিঃশর্ত সমর্থন থাকবে।

সকালের অধিবেশনে সারাদেশের প্রায় দুই সহস্রাধিক তৃণমূল নেতা অংশ নেন। পরে একই স্থানে বিকেল সাড়ে তিনটায় সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

শুরার বৈঠকে গৃহীত নয় প্রস্তাব

কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি বৈঠকে নয়টি প্রস্তাব গ্রহণ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। প্রস্তাবগুলো হলো: ১. সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন; ২. আল্লাহ, রাসূল (সা.) ও ইসলামের অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ; ৩. জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও গণভোটের দাবি; ৪. ফিলিস্তিন ও ভারতের মুসলিম নিধন বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ; ৫. কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা; ৬. সীমান্ত হত্যা বন্ধে কূটনৈতিক উদ্যোগ জোরদার; ৭. ইসকনসহ সকল হিন্দুত্ববাদী আগ্রাসন মোকাবেলা; ৮. পশ্চিম তীরকে ইসরাইলের অন্তর্ভুক্তির প্রতিবাদ; ৯. খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব মুসলিমের প্রতি আহ্বান।

Ad 300x250

সম্পর্কিত