বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে ও নির্বাচন যাতে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে বিএনপি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে থাকতেই চায়। তিনি বলেন, ‘আমরা এখন নির্বাচনী প্রক্রিয়ায় আছি। অনিবার্য কারণ না হলে এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। গত ১৫ বছর ধরে আমরা নির্বাচন চাইছি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও যথাসময়ে নির্বাচনই আমাদের কাম্য।’
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা ও বিদেশে চিকিৎসা নেওয়ার প্রসঙ্গেও কথা বলেন তিনি।
‘তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছেন। আমরা তাঁর সুস্থতার জন্য সবার দোয়া চাইছি,’ বলেন নজরুল ইসলাম খান।
তিনি আরও বলেন, ‘আমরা আজও প্রার্থীদের নাম ঘোষণা করেছি, অর্থাৎ আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। খোদা না করুন—অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এ প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। তফসিল যথাসময়ে ঘোষণা হোক—এতে আমাদের কোনো আপত্তি নেই।’
এক দিনে দুই ব্যালট, ভোটদানে সময় বাড়ানোর দাবি
নজরুল ইসলাম খান বলেন, এবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটারদের হাতে থাকবে দুটি ব্যালট—একটি সংসদ সদস্য নির্বাচনের এবং আরেকটি গণভোটের। এতে ভোটদানে অতিরিক্ত সময় লাগবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আগে প্রতিটি পোলিং বুথে নির্দিষ্টসংখ্যক ভোটার থাকত। এখন সেই সংখ্যা বেড়েছে। অথচ এবার ভোট হবে দুইটি ব্যালটে। এভাবে বুথভিত্তিক ভোটারের সংখ্যা বাড়ালে অনেকে ভোট দিতে পারবেন না।’
এ পরিস্থিতিতে সময় বৃদ্ধি, বুথ বাড়ানো এবং প্রক্রিয়া দ্রুত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি।
‘সকালের ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটের সময়টা সাড়ে ৭টা থেকে সাড়ে ৫টা করা বা বুথ ও মার্কিং প্লেস বাড়ানোর মতো প্রস্তাব আমরা দিয়েছি। কমিশন বলেছে, রবিবারের (৭ নভেম্বর) বৈঠকে বিষয়টি বিবেচনা করবে।’
বেসরকারি প্রেসে ব্যালট পেপার ছাপানো নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা শুনছিলাম যে প্রাইভেট প্রেসে ব্যালট ছাপার চিন্তা চলছে। ব্যালট কখনোই প্রাইভেট প্রেসে ছাপানো উচিত নয়।’
তিনি জানান, কমিশন তাদের আশ্বস্ত করেছে যে সরকারি প্রেসেই ব্যালট পেপার ছাপানো হবে।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পাসপোর্ট গ্রহণের দাবি
ভোটার নিবন্ধনে পাসপোর্টকে বৈধ দলিল হিসেবে গ্রহণের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘বিদেশে থাকা বাংলাদেশিদের সবারই পাসপোর্ট আছে, কিন্তু অনেকের ন্যাশনাল আইডি নেই। এতে তারা ভোটার হতে পারছেন না। আমরা চাই পাসপোর্টকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রহণ করা হোক। প্রয়োজনে কমিশন ভেরিফিকেশন করতে পারে।’
তিনি জানান, প্রবাসী ভোটার নিবন্ধন ইতিমধ্যে ১ লাখ ৭৬ হাজারে পৌঁছালেও বিদেশে থাকা মোট বাংলাদেশির তুলনায় তা এখনো খুবই কম।
তারেক রহমানের ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে কোনো জটিলতা নেই জানিয়ে তিনি বলেন, ‘কেউ বাংলাদেশি নাগরিক হলে কমিশন চাইলে তার নাম তালিকায় যুক্ত করতে পারে। এ নিয়ে কোন সংকট নেই। আমাদের কোনো দুশ্চিন্তা নেই।’