leadT1ad

এক মঞ্চে বিএনপির মনোনয়নবঞ্চিত ৭ নেতা, চাইলেন রিভিউ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নবীনগর উপজেলার মাঠে আয়োজিত জনসমাবেশ। সংগৃহীত ছবি

একসঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে ‘অযোগ্য’ আখ্যায়িত করে প্রার্থিতার রিভিউ বা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন মনোনয়নবঞ্চিত ৭ প্রার্থী। আজ বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নবীনগর উপজেলার মাঠে আয়োজিত জনসমাবেশ এ দাবি জানান তাঁরা। রাষ্ট্র মেরামতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নবীনগর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি এ জনসমাবেশের আয়োজন করে।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান। জনসমাবেশে মনোনয়নবঞ্চিত প্রার্থীরা ছাড়াও উপস্থিত বিএনপির হাজারো নেতা-কর্মী ও সমর্থক রিভিউ চিহ্ন দেখিয়ে প্রার্থী পুনর্বিবেচনার দাবি জানান।

নবীনগর উপজেলা বিএনপির সাধারণ নাজমুল করিমের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য রাখেন, মনোননবঞ্চিত প্রার্থী তকদীর হোসেন জসিম, কাজী নাজমুল হোসেন তাপস, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, কে এম মামুন অর রশীদ, রাজীব আহসান চৌধুরী ও সায়েদুল হক সাঈদ।

জনসমাবেশে বক্তারা বলেন, দল মনোনীত প্রার্থী আব্দুল মান্নান যোগ্য নন। নিজ গ্রামেও কোনো গ্রহণযোগ্যতা নেই। দলের তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছেন। নবীনগর আসনে বিএনপির জয়ের জন্য মনোনয়নটি পুনর্বিবেচনার দাবি জানান বক্তারা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত