গতকাল শনিবার (১২ জুলাই) খুলনা বিভাগের সাতক্ষীরায় পদযাত্রা করে এনসিপি। পদযাত্রা শুরুর অনেক আগে থেকেই জারার অপেক্ষায় ছিলেন ইভা। শেষেমেষ প্রিয় ‘আইডল’কে পেয়ে যারপরনাই আনন্দিত তিনি।
আবদুল্লাহ কাফি
এনসিপির গাড়ি বহরের পেছনে দৌড়াচ্ছেন এক তরুণী। কেউ তাঁকে চেনে না। বেশ খানিক দূর চলার পর সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে থামে নাহিদ ইসলামের গাড়ি। গাড়ির সঙ্গে থামে মেয়েটির দৌড়ও। তাঁর নাম মুশফিকা নাজনীন ইভা।
ইভার সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার সঙ্গে দেখা করতে চান তিনি। সে জন্যই তাঁর এই ভোঁ দৌড়। জারার হাতে তুলে দিতে চান ভালোবাসার উপহার।
গতকাল শনিবার (১২ জুলাই) খুলনা বিভাগের সাতক্ষীরায় পদযাত্রা করে এনসিপি। পদযাত্রা শুরুর অনেক আগে থেকেই জারার অপেক্ষায় ছিলেন ইভা। শেষেমেষ প্রিয় ‘আইডল’কে পেয়ে যারপরনাই আনন্দিত তিনি।
উচ্চমাধ্যমিক শেষ করে মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন ইভা। তাঁর ভাষায়, ‘আমি খুব ছোট মানুষ, অনার্সে ভর্তি হয়েছি মাত্র। এখনো ক্লাস শুরু হয়নি। ক্লাস শুরু হলে ঢাকায় চলে যাব।’
দৌড়াদৌড়ির ঘটনা শুনে ইভাকে বুকে জড়িয়ে নেন তাসনিম জারা। পরম আন্তরিকতায় শোনেন তাঁর কথা। গ্রহণ করেন ইভার দেওয়া উপহার।
স্ট্রিমকে ইভা বলেন, ‘আপুকে এর আগে সামনাসামনি দেখিনি। যেদিন জানলাম, আপু সাতক্ষীরা আসবেন, তখন থেকে আমি এত এক্সাইটেড, আমি কী দেব তাকে, কী দেওয়া যায়—এসব ভাবছিলাম। শেষে আমার পছন্দের একটা বই, গোলাপ আর একটা চিঠি দিয়েছি।’
জারাকে কবে থেকে চেনেন জানতে চাইলে ইভা বলেন, ‘করোনার সময়ে জারা আপু ফেসবুকে ভিডিও আপলোড করা শুরু করেন, তখন থেকে তাকে চিনি। আমার আব্বু-আম্মু মূলত তার ভিডিও বেশি দেখতেন। তারাই জারা আপুকে চিনিয়েছেন। তখন থেকেই জারা আপুকে ভালো লাগতে শুরু করে। তিনি একজন ডাক্তার হয়েও যেভাবে কনটেন্ট তৈরি করেন, যেভাবে মানুষের কথা ভাবেন, এটা খুবই ইম্প্রেসিভ। আমরা যারা যুব সমাজ, আমাদের জন্য তিনি রোল মডেল বলা যায়।’
ইভা আরও বলেন, ‘আমি জুলাই আন্দোলনে ছিলাম। সাতক্ষীরা থেকেই আন্দোলনে সক্রিয় থেকেছি। তখন জারা আপু আমাদের অনেক সাপোর্ট করতেন। মানসিক শক্তি জোগাতেন।’
মুশফিকা ইভা বলেন, ‘জারা আপুর যে জিনিসটা আমাকে সবচেয়ে অনুপ্রাণিত করে, সেটা হলো তার দেশপ্রেম। তিনি অক্সফোর্ডের স্টুডেন্ট ছিলেন। বিদেশের নামী এক প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। নিজের এমন একটা ক্যারিয়ার ছেড়ে তিনি দেশের ভালোর জন্য চলে এসেছেন। এটা আমাদের সবাইকে অনুপ্রাণিত করার মতোই বিষয় আসলে।’
ইভা স্ট্রিমকে জানান, প্রকৌশল বিষয়ে পড়াশোনা করছেন তিনি। জারার মতো ডাক্তার হতে না পারলেও তাঁর আদর্শ গ্রহণ করতে চান। জারার মতো তিনিও দেশের জন্য, মানুষের ভালোর জন্য কাজ করতে চান। সেই অনুপ্রেরণা নিতেই এসেছেন তাসনিম জারার কাছে।
এনসিপির গাড়ি বহরের পেছনে দৌড়াচ্ছেন এক তরুণী। কেউ তাঁকে চেনে না। বেশ খানিক দূর চলার পর সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে থামে নাহিদ ইসলামের গাড়ি। গাড়ির সঙ্গে থামে মেয়েটির দৌড়ও। তাঁর নাম মুশফিকা নাজনীন ইভা।
ইভার সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার সঙ্গে দেখা করতে চান তিনি। সে জন্যই তাঁর এই ভোঁ দৌড়। জারার হাতে তুলে দিতে চান ভালোবাসার উপহার।
গতকাল শনিবার (১২ জুলাই) খুলনা বিভাগের সাতক্ষীরায় পদযাত্রা করে এনসিপি। পদযাত্রা শুরুর অনেক আগে থেকেই জারার অপেক্ষায় ছিলেন ইভা। শেষেমেষ প্রিয় ‘আইডল’কে পেয়ে যারপরনাই আনন্দিত তিনি।
উচ্চমাধ্যমিক শেষ করে মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন ইভা। তাঁর ভাষায়, ‘আমি খুব ছোট মানুষ, অনার্সে ভর্তি হয়েছি মাত্র। এখনো ক্লাস শুরু হয়নি। ক্লাস শুরু হলে ঢাকায় চলে যাব।’
দৌড়াদৌড়ির ঘটনা শুনে ইভাকে বুকে জড়িয়ে নেন তাসনিম জারা। পরম আন্তরিকতায় শোনেন তাঁর কথা। গ্রহণ করেন ইভার দেওয়া উপহার।
স্ট্রিমকে ইভা বলেন, ‘আপুকে এর আগে সামনাসামনি দেখিনি। যেদিন জানলাম, আপু সাতক্ষীরা আসবেন, তখন থেকে আমি এত এক্সাইটেড, আমি কী দেব তাকে, কী দেওয়া যায়—এসব ভাবছিলাম। শেষে আমার পছন্দের একটা বই, গোলাপ আর একটা চিঠি দিয়েছি।’
জারাকে কবে থেকে চেনেন জানতে চাইলে ইভা বলেন, ‘করোনার সময়ে জারা আপু ফেসবুকে ভিডিও আপলোড করা শুরু করেন, তখন থেকে তাকে চিনি। আমার আব্বু-আম্মু মূলত তার ভিডিও বেশি দেখতেন। তারাই জারা আপুকে চিনিয়েছেন। তখন থেকেই জারা আপুকে ভালো লাগতে শুরু করে। তিনি একজন ডাক্তার হয়েও যেভাবে কনটেন্ট তৈরি করেন, যেভাবে মানুষের কথা ভাবেন, এটা খুবই ইম্প্রেসিভ। আমরা যারা যুব সমাজ, আমাদের জন্য তিনি রোল মডেল বলা যায়।’
ইভা আরও বলেন, ‘আমি জুলাই আন্দোলনে ছিলাম। সাতক্ষীরা থেকেই আন্দোলনে সক্রিয় থেকেছি। তখন জারা আপু আমাদের অনেক সাপোর্ট করতেন। মানসিক শক্তি জোগাতেন।’
মুশফিকা ইভা বলেন, ‘জারা আপুর যে জিনিসটা আমাকে সবচেয়ে অনুপ্রাণিত করে, সেটা হলো তার দেশপ্রেম। তিনি অক্সফোর্ডের স্টুডেন্ট ছিলেন। বিদেশের নামী এক প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। নিজের এমন একটা ক্যারিয়ার ছেড়ে তিনি দেশের ভালোর জন্য চলে এসেছেন। এটা আমাদের সবাইকে অনুপ্রাণিত করার মতোই বিষয় আসলে।’
ইভা স্ট্রিমকে জানান, প্রকৌশল বিষয়ে পড়াশোনা করছেন তিনি। জারার মতো ডাক্তার হতে না পারলেও তাঁর আদর্শ গ্রহণ করতে চান। জারার মতো তিনিও দেশের জন্য, মানুষের ভালোর জন্য কাজ করতে চান। সেই অনুপ্রেরণা নিতেই এসেছেন তাসনিম জারার কাছে।
ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার (৫ আগস্টের আগে) অভিযোগ উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে বিভিন্ন পক্ষ থেকে এ অভিযোগ তোলা হয়।
১০ ঘণ্টা আগেডাকসু নির্বাচনে প্যানেলগুলোর মধ্যে অন্যতম ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেল। বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে এই প্যানেল গঠিত হয়েছে। তাঁরা মুক্তিযুদ্ধ ও প্রগতিশীলতার আদর্শ ধারণ করে সমতাভিত্তিক ও দখলদারিত্বমুক্ত ক্যাম্পাস গড়ার কথা বলছেন।
১০ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে। আর স্বাধীনতার পর প্রথম ডাকসু নির্বাচন হয় ১৯৭২ সালে। ফলে ওই নির্বাচন এবং ২০১৯ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে অংশ নিতে পারেনি ছাত্রশিবির। এর বাইরে পাঁচটি নির্বাচনে অংশ নিয়েছে সংগঠনটি।
১৩ ঘণ্টা আগেপ্রথমে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খানের ফেসবুক আইডি ডিজেবল হওয়ার খবর আসে। তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্টটি একবার পুনরুদ্ধার করা গেলেও, দুপুরে সেটি আবারও নিষ্ক্রিয় হয়ে যায়।
১৩ ঘণ্টা আগে