leadT1ad

ঢাকা-৮

মির্জা আব্বাসের বিরুদ্ধে লড়তে চান জুলাই অভ্যুত্থানের সেই রিকশাচালক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

এনসিপির মনোনয়ন পেলেন মোহাম্মদ সুজন। স্ট্রিম ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাঁর দল থেকে মনোনয়ন পেয়েছেন ঢাকা-৮ (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর) আসনে। একই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই অভ্যুত্থানের সময় রিকশা থেকে সাধারণ শিক্ষার্থীদের প্রতি স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক মোহাম্মদ সুজন।

আজ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। মনোনয়ন ফরম নেওয়ার সময় সুজনের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে কেন সংসদ নির্বাচন করতে চান সেটার ব্যাখ্যা দেন সুজন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি সংসদ নির্বাচনে দাঁড়াতে চাইনি, কিন্তু এতিমের টাকা মেরে যদি সংসদ নির্বাচনে দাঁড়াতে পারে, তাহলে আমি ভালো থেকেও কেন দাঁড়াতে পারব না! যাত্রাপালায় নেচে যদি কেউ সংসদে যেতে পারে, একজন রিকশাওয়ালাও সংসদে যেতে পারে।’

এ সময় সুজন আরও বলেন, ‘বিগত ৫২ বছর যারা দিন এনে দিন খেয়েছে, তারা কোন সরকার থেকেই কিছু পায়নি। শ্রমিকেরা সব সময় ছিল বঞ্চিত। বিগত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদের খুন-গুম করা হয়েছে। তখন কথা বলারও সুযোগ ছিল না। এখন কে কী বলল, তাতে কিছু যায় আসে না, আমরা গুলিকে ভয় পাইনি।’

নিজের সঙ্গে জনগণের সমর্থন আছে উল্লেখ করে সুজন বলেন, ‘আমার সাথে কোনো কর্মী নাই, আমি কোন কর্মী নিয়ে চলি না; কিন্তু আমার সাথে ছাত্র-জনগণ আছে। আমার শরীরে কেউ হাত দিলে সেটা কেউ মেনে নিবে না। আমি জনগণের পক্ষে, রিকশাওয়ালা-শ্রমিকদের পক্ষে। আমাদের আজকে আপনারা স্বাধীনতা পেয়েছেন, তাই কথা বলতে পারছেন। নয়তো আজকে এত আলোচনা-সমালোচনা করতে পারতেন না।’

জুলাই গণঅভ্যুত্থানের চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের প্রতি স্যালুট জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন রিকশাচালক মোহাম্মদ সুজন। জুলাই বিপ্লবের সময় তার সেই সম্মান প্রদর্শনের মুহূর্ত দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

Ad 300x250

সম্পর্কিত