leadT1ad

অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতার পরীক্ষায় পাস করতে পারেনি: সাইফুল হক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ২১: ০৩
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে এই সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এসময় তিনি অন্তর্বর্তী সরকারের নিরোপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার চোখে দেখছে না। বিগত পনেরো মাসেও অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতার পরীক্ষায় পাস করতে পারেনি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

এসময় সাইফুল হক বলেন, সরকার গোপনে কোনোভাবেই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে পারে না। এটা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং জাতীয় স্বার্থ পরিপন্থী। এই চুক্তির মধ্য দিয়ে প্রমাণিত হয় শেখ হাসিনা আর ড. ইউনূস সরকারের মধ্যে কোনও পার্থক্য নেই। অবিলম্বে এই চুক্তি বাতিল করে দেশের সম্পদ মানুষকে বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে পুরানা পল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলটি। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

Ad 300x250

সম্পর্কিত