leadT1ad

কুপরামর্শে সংসদ নির্বাচনের দিনে গণভোট আয়োজন করেছে সরকার: গোলাম পরওয়ার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ২০: ২৬
রাজশাহীর মাদরাসা ময়দানে অভিন্ন দাবিতে আন্দোলনরত আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিছেন মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারে লুকিয়ে থাকা কিছু ব্যক্তির ‘কুপরামর্শে’একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ রোববার (৩০ নভেম্বর) রাজশাহীর মাদরাসা ময়দানে অভিন্ন দাবিতে আন্দোলনরত আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, সরকারের ভেতর লুকিয়ে থাকা কিছু ব্যক্তির কুপরামর্শে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ আট দলের পাঁচ দফার মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড, পিআর পদ্ধতি, জুলাই সনদ এবং ফ্যাসিবাদের দোসর ও মানবতাবিরোধীদের দৃশ্যমান বিচারসহ অনেক দাবি ছিল। এর মধ্যে আংশিক পূরণ হলেও অধিকাংশ দাবি এখনো বাস্তবায়িত হয়নি।’

জোটের পরিধি বাড়ার ইঙ্গিত দিয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা খবর পাচ্ছি, এই আট দল আর আট দলে সীমাবদ্ধ থাকছে না। বিভিন্ন রাজনৈতিক দল এখন আমাদের মিছিলে শরিক হওয়ার জন্য আবেদন করছে। এই জোট আরও সম্প্রসারিত হবে।’ তিনি বলেন, এবারের সংগ্রাম দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটপাটকারী, সন্ত্রাসী ও ইসলামবিরোধীদের বিরুদ্ধে।

ভবিষ্যৎ কর্মসূচির বিষয়ে গোলাম পরওয়ার জানান, রাজধানী ঢাকায় গড়ে ওঠা আট দলের সংগ্রামকে বিভাগীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে আগামীকাল খুলনাসহ মোট সাতটি বিভাগীয় শহরে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের প্রতিটি জেলা-উপজেলায় লিঁয়াজো কমিটি গঠন করে আট দলের ঐক্যকে সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির ওপর দাঁড় করানো হবে বলে তিনি ঘোষণা দেন।

সমাবেশে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, আট দল জনগণকে সঙ্গে নিয়ে আগামী দিনে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ে তুলবে।

Ad 300x250

সম্পর্কিত