স্ট্রিম প্রতিবেদক
মিরপুরের রূপনগরে আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় স্বাধীনতা চত্বরে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে এনসিপি মিরপুর জোন।
তিন দফা দাবিতে এই প্রতিবাদ সমাবেশ করা হয়। দাবিগুলো হলো- অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের বিচার করা, নিহতদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া, আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউন তৈরি বন্ধ করা।
সমাবেশে ঢাকা মহানগর উত্তরের এনসিপি নেতা সরদার আমিরুল ইসলাম সাগর বলেন, ‘এত বড় একটা ‘হত্যাকাণ্ড’ ঘটে গেল রূপনগরে অথচ এই অন্তর্বর্তী সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা যে তিন দফা দাবি জানিয়েছি সেগুলো যদি মানা না হয় তাহলে কঠোর আন্দোলনের দিকে যাব।’
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একটি আবাসিক এলাকায়। আবাসিক এলাকায় কীভাবে রাসায়নিকের গুদাম হলো? পোশাক কারখানা স্থাপন করা হলো? বেশ কয়েক ধাপ পার করে, কয়েক জায়গার অনুমোদন নিয়ে কারখানা স্থাপন করা হয়। যদি কারখানার মালিকশ্রেণি অনুমোদন না নেয় তাহলে ওইসব মন্ত্রণালয়ের কর্মকর্তারা বসে বসে কী করছেন? অতিদ্রুত অভিযুক্তদের বিচারের মুখোমুখি করতে হবে।’
এ সময় আরিফুল ইসলাম তিন দফা দাবি উল্লেখ করেন। পাশাপাশি অতিদ্রুত অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানান।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও মিরপুর জোন প্রধান মনসুর আহমেদ, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট জায়েদ বিন নাসের, এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান, শাহ আলী থানা এনসিপির প্রধান সমন্বয়কারী রানা খান প্রমুখ।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মীরপুরের শিয়ালবাড়ীর ৩ নম্বর সড়কে কারখানা ভবন এবং রাস্তার অপর পাশে থাকা রাসায়নিকের গুদামে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মিরপুরের রূপনগরে আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় স্বাধীনতা চত্বরে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে এনসিপি মিরপুর জোন।
তিন দফা দাবিতে এই প্রতিবাদ সমাবেশ করা হয়। দাবিগুলো হলো- অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের বিচার করা, নিহতদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া, আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউন তৈরি বন্ধ করা।
সমাবেশে ঢাকা মহানগর উত্তরের এনসিপি নেতা সরদার আমিরুল ইসলাম সাগর বলেন, ‘এত বড় একটা ‘হত্যাকাণ্ড’ ঘটে গেল রূপনগরে অথচ এই অন্তর্বর্তী সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা যে তিন দফা দাবি জানিয়েছি সেগুলো যদি মানা না হয় তাহলে কঠোর আন্দোলনের দিকে যাব।’
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একটি আবাসিক এলাকায়। আবাসিক এলাকায় কীভাবে রাসায়নিকের গুদাম হলো? পোশাক কারখানা স্থাপন করা হলো? বেশ কয়েক ধাপ পার করে, কয়েক জায়গার অনুমোদন নিয়ে কারখানা স্থাপন করা হয়। যদি কারখানার মালিকশ্রেণি অনুমোদন না নেয় তাহলে ওইসব মন্ত্রণালয়ের কর্মকর্তারা বসে বসে কী করছেন? অতিদ্রুত অভিযুক্তদের বিচারের মুখোমুখি করতে হবে।’
এ সময় আরিফুল ইসলাম তিন দফা দাবি উল্লেখ করেন। পাশাপাশি অতিদ্রুত অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানান।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও মিরপুর জোন প্রধান মনসুর আহমেদ, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট জায়েদ বিন নাসের, এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান, শাহ আলী থানা এনসিপির প্রধান সমন্বয়কারী রানা খান প্রমুখ।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মীরপুরের শিয়ালবাড়ীর ৩ নম্বর সড়কে কারখানা ভবন এবং রাস্তার অপর পাশে থাকা রাসায়নিকের গুদামে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর প্রাথমিক খসড়া তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এনেছে বিএনপি। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি মাসেই দলটি একক প্রার্থীদের সবুজ সংকেত দিতে পারে।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাসদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) জুলাই জাতীয় সনদে সই করছে না। এরই মধ্যে তারা আগামীকাল শুক্রবারের স্বাক্ষর অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে।
৮ ঘণ্টা আগেক্যাম্পাসের চারপাশে ২০০ গজের মধ্যে সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। তবে বৃহস্পতিবার সকাল থেকে এ জমায়েত হলেও পুলিশ বাধা দেয়নি।
১৫ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন কমিশন সোহরাওয়ার্দী হল ও অতীশ দীপঙ্কর হলের ব্যালট পুনর্গণনার সিদ্ধান্ত নিয়েছে।
১৯ ঘণ্টা আগে