স্ট্রিম প্রতিবেদক
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন ঘিরে অনেকে ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী ধর্মের নামে জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করছে। তারা চাইছে সামনের নির্বাচনকে বিতর্কিত করতে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে তাঁর সমাধিস্থলে মোনাজাত ও খাবার বিতরণের আয়োজনও করা হয়।
কবর জিয়ারত ও মোনাজাত শেষে রুহুল কবির রিজভী বলেন, আরাফাত রহমান কোকো রাজনীতিতে ছিলেন না। কিন্তু তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেয় ফ্যাসিবাদী সরকার। তাঁর স্বাভাবিক মৃত্যু হয়নি। গণতান্ত্রিক আন্দোলনের শহীদ হলেন আরাফাত রহমান কোকো। তাঁর জানাজায় দুর্ভেদ্য দেয়াল তৈরি করেছিল শেখ হাসিনা ও তাঁর আইনশৃঙ্খলা বাহিনী।
রিজভী বলেন, ক্রান্তিকাল অতিক্রম হয়েছে। কিন্তু এখনো বিভিন্ন জায়গায় পতিত ফ্যাসিবাদীরা বিশৃঙ্খলা করছে। এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার। নির্বাচনের সময় ঘোষণা করেছেন ড. ইউনূস৷ কিন্তু নির্বাচন ঘিরে অনেকে ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী ধর্মের নামে জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করছে। তারা চাইছে সামনের নির্বাচনকে বিতর্কিত করতে।
তিনি আরও বলেন, নানা ধরনের উসকানি দেওয়া হচ্ছে। জনগণ সবচেয়ে বড় আদালত, তাঁরা বিচার করবে কারা ফ্যাসিবাদের সহচর হয়ে কাজ করছে। চাঁদাবাজ-দখলবাজদের বিরুদ্ধে নিজেদেরসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে বলুন। তাহলে নির্বাচন নিয়ে চক্রান্ত সফল হবে না।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু প্রমুখ।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন ঘিরে অনেকে ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী ধর্মের নামে জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করছে। তারা চাইছে সামনের নির্বাচনকে বিতর্কিত করতে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে তাঁর সমাধিস্থলে মোনাজাত ও খাবার বিতরণের আয়োজনও করা হয়।
কবর জিয়ারত ও মোনাজাত শেষে রুহুল কবির রিজভী বলেন, আরাফাত রহমান কোকো রাজনীতিতে ছিলেন না। কিন্তু তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেয় ফ্যাসিবাদী সরকার। তাঁর স্বাভাবিক মৃত্যু হয়নি। গণতান্ত্রিক আন্দোলনের শহীদ হলেন আরাফাত রহমান কোকো। তাঁর জানাজায় দুর্ভেদ্য দেয়াল তৈরি করেছিল শেখ হাসিনা ও তাঁর আইনশৃঙ্খলা বাহিনী।
রিজভী বলেন, ক্রান্তিকাল অতিক্রম হয়েছে। কিন্তু এখনো বিভিন্ন জায়গায় পতিত ফ্যাসিবাদীরা বিশৃঙ্খলা করছে। এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার। নির্বাচনের সময় ঘোষণা করেছেন ড. ইউনূস৷ কিন্তু নির্বাচন ঘিরে অনেকে ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী ধর্মের নামে জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করছে। তারা চাইছে সামনের নির্বাচনকে বিতর্কিত করতে।
তিনি আরও বলেন, নানা ধরনের উসকানি দেওয়া হচ্ছে। জনগণ সবচেয়ে বড় আদালত, তাঁরা বিচার করবে কারা ফ্যাসিবাদের সহচর হয়ে কাজ করছে। চাঁদাবাজ-দখলবাজদের বিরুদ্ধে নিজেদেরসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে বলুন। তাহলে নির্বাচন নিয়ে চক্রান্ত সফল হবে না।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু প্রমুখ।
সাময়িকভাবে স্থগিত হওয়া আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় চালু হতে পারে বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
২ ঘণ্টা আগেজাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে থাকা উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ডিজিটাল সংবাদমাধ্যম জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি বরং কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন।
৩ ঘণ্টা আগে‘আওয়ামী লীগের কার্যক্রম যেকোনো সময় সচল করা হতে পারে’—প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘গণহত্যাকারী, লুটেরাদের বিচার করার আগেই এমন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’
৩ ঘণ্টা আগেবাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে এবং সেটি দৃশ্যমান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে। দেশি-বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি।’
১ দিন আগে