leadT1ad

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ২০: ১২
কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। ছবি: সংগৃহীত

কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ রোববার (২৩ নভেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান দলটির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন।

মুশফিক উস সালেহীন জানান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ। বৈঠকে কমনওয়েলথ মহাসচিব ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

কী আলোচনা হয়েছে জানতে চাইলে বৈঠকে উপস্থিত এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ স্ট্রিমকে বলেন, ‘মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান নেওয়া, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে।’

এদিকে আজ বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গেও কমনওয়েলথ মহাসচিব বৈঠক করেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত