leadT1ad

সংবাদ সম্মেলনে রিজভী

খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, বিদেশ যাওয়ার সিদ্ধান্ত হয়নি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১৭: ২১
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। মেডিকেল বোর্ড কোনো পরামর্শ না দেওয়ায় এখনও তাঁর বিদেশ যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রবিবার বিকেলে (৩০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়নি। তাই বলে খুব উন্নতি হয়েছে, এ রকম খবর পাইনি।’

হাসপাতালে আসা নেতাকর্মী ও উৎসুকদের উদ্দেশে রিজভী বলেন, দল ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে, এমনকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোন করে মানুষের এই আবেগকে শ্রদ্ধা জানিয়েছেন। কিন্তু এই ভিড় করতে গিয়ে অন্যান্য রোগী, বিশেষ করে আমাদের নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে এক ধরনের বিঘ্ন ঘটছে। আশা করছি, বিষয়টি সবাই বিবেচনা করবেন। হাসপাতালে ভিড় করবেন না। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান রিজভী।

প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন হৃদরোগ ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে জানান।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারিরীক অবস্থা বিবেচনায় গতকাল শনিবার ঘোষণা দেওয়া বিএনপির ‘বিজয়ের মশাল’ মিছিল স্থগিত করার কথা জানান বিএনপির এই নেতা।

Ad 300x250

সম্পর্কিত