রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের প্রতি সরকার ন্যূনতম কোনো দায়দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে কড়াইল বস্তির রাহাত আলী শাহ খানকা প্রাঙ্গণের পাশে স্থাপিত গণসংহতি আন্দোলনের ত্রাণ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
জোনায়েদ সাকি বলেন, ‘ঢাকা শহরের চালিকাশক্তির অন্যতম অংশ এই শ্রমজীবী মানুষ। অথচ তাদের নাগরিক অধিকার ও মর্যাদার কোনো তোয়াক্কা সরকার করছে না।’
তিনি বলেন, ‘আমরা সরকারকে ট্যাক্স (কর) দেই এই কারণেই যে, জনগণ যখন বিপদে পড়বে তখন সরকার এগিয়ে আসবে। কিন্তু আমরা সরকারের সেই উদ্যোগ বা নাগরিকের মর্যাদা রক্ষার কোনো ব্যবস্থা এখনো দেখতে পাচ্ছি না।’
অবিলম্বে ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে তাদের খাবার, থাকার জায়গা, শীতবস্ত্র ও চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান সাকি। তিনি বলেন, ‘যতদিন না কড়াইল বস্তির বাসিন্দারা কর্মক্ষেত্রে ফিরতে পারছেন এবং নিজেদের বাসস্থান গুছিয়ে নিতে পারছেন, ততদিন তাদের দায়িত্ব সরকারকেই নিতে হবে।’
শহরের বৈষম্য তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, ‘নীতিনির্ধারকরা মনে করেন ঢাকা শহর শুধু ধনীদের জন্য। অথচ শ্রমজীবী মানুষের শ্রম ছাড়া এই শহর অচল। কড়াইল বস্তিতে এত বড় দুর্ঘটনার পরেও জাতীয় পর্যায়ে বা গণমাধ্যমে সমাধানের যে উদ্যোগ দেখা যাওয়ার কথা ছিল, তা দেখা যাচ্ছে না।’
অগ্নিকাণ্ডের কারণ হিসেবে গ্যাস ও বিদ্যুতের অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি। সাকি বলেন, ‘কয়েক মাস আগে এখানকার গ্যাসের পাইপলাইন বন্ধ করে দেওয়ায় এবং নিরাপদ সংযোগ না থাকায় সিলিন্ডার বা অরক্ষিত বিদ্যুৎ লাইন ব্যবহারের ঝুঁকি বেড়েছে। এটি সরকারের অব্যবস্থাপনারই ফল।’
সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি ক্ষতিগ্রস্তদের পুড়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দ্রুত পুনরায় ইস্যু করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। এছাড়া ভস্মীভূত দোকানপাট ও ঘরবাড়ির মালিকরা যাতে ঘুরে দাঁড়াতে পারেন, সেজন্য বিশেষ সরকারি বরাদ্দের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভূঁইয়া, আলিফ দেওয়ান, মনিরুল হুদা বাবন, আমজাদ হোসেনসহ স্থানীয় সংগঠক ও ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। সংবাদ সম্মেলন শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন জোনায়েদ সাকি।
এর আগে, গত ২৫ নভেম্বর (মঙ্গলবার) কড়াইল বস্তিতে আগুনের ঘটনা ঘটে।